শাপলা চত্বরে জামায়াতের কাউকে দাঁড়াতে দিচ্ছে না পুলিশ
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে জামায়াতে ইসলামীর সমাবেশের ঘোষণা দিলেও আজ সকাল ১০টা পর্যন্ত কোন নেতাকর্মীকে দেখা যায়নি। মতিঝিল শাপলা চত্বরে আরামবাগ ও দৈনিক বাংলা মোড়ে পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বিশেষ ফোর্স ও জলকামান নিয়ে দৈনিক বাংলা মোড়, পুরনো পল্টন, মতিঝিলের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে পুলিশ। তবে আরামবাগ এলাকায় জামায়াতের একটি দল মিছিল নিয়ে আসতে চাইলে তাদের আটকে দেওয়া হয়। এসএম মিজানুর রহমান নামে জামায়াতে ইসলামীর এক সমর্থককে আটক করেছে পুলিশ।
আজ শনিবার (২৮ অক্টোবর) জামায়াতে ইসলামী মহাসমাবেশের ঘোষণা দিলেও এখন পর্যন্ত সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ। তবে, ঘোষিত কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। এ অবস্থায় সমাবেশের চেষ্টা করা হলে প্রতিহত করার কথা জানিয়েছে পুলিশ।
এদিকে, জামায়াতের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করতে সকাল ৯টার দিকে দলটির অর্ধশতাধিক নেতাকর্মী জড়ো হন শাপলা চত্বরের দক্ষিণ পাশে। এসময় পুলিশ দলটির নেতাকর্মীদের সরিয়ে দেয়। তারা একটু দূরে গলিতে অবস্থান নেন। তবে কোনো পক্ষই মারমুখী আচরণ করেনি। বেশ শান্তিপূর্ণভাবেই মূল সড়ক থেকে সরিয়ে দেওয়া হয় জামায়াতের নেতাকর্মীদের।
জামায়াতের নেতাকর্মীরা বলেন, স্বাধীন দেশে সবাই সমাবেশ করবে। আমরাও সাংবিধানিকভাবে সমাবেশের অধিকার রাখি। এসময় দলটির আরও সমর্থকদের জড়ো হতে দেখা যায়।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এডিসি রাশেদ সাংবাদিকদের বলেন, ‘মতিঝিল ও আশপাশে কোনো ব্যক্তি থাকবে না। একটি পাখিও থাকতে পারবে না।’ তবে, শাপলা চত্বর এলাকার আশপাশের গলিতে জামায়াত সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। পরিস্থিতি সামাল দিতে পুরো এলাকা ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। ওই এলাকায় পুলিশ ও আনসার সদস্যদের উপস্থিতিও চোখে পড়ার মতো।