হাওরে মাদক ব্যবসা, সন্ত্রাস বন্ধের দাবিতে মানববন্ধন
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওর এলাকায় ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার আত্মীয় পরিচয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার গাগলাজুর ইউনিয়নের শ্যামপুরসহ বেশ কয়েকটি গ্রামের মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন পালিত হ
শ্যামপুর গ্রামের আতিক ও দীপকসহ তাঁদের লোকজনের সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে এবং তাঁদের হাত থেকে গ্রামের নীরিহ মানুষকে রক্ষার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
হাওরাঞ্চলের বিভিন্ন গ্রামের নারী-পুরুষ, শিশু এবং স্কুল-কলেজের শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিকাল ৩টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলে।
এ সময় বক্তব্য দেন এলাকাবাসী লিটন তালুকদার, ফারুক আহমেদ, সোলেমান মিয়া, তোফাজ্জল হোসেন তালুকদার, মো. নূর নবী প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, উপজেলার গাগলাজুর ইউনিয়নের শ্যামপুর গেইরাহাই গ্রামের বাসিন্দা কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের আত্মীয় পরিচয়ে এলাকার আতিক ও দীপক তাঁদের লোকজন দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা, ভূমি দখল ও জলমহাল দখল করে আসছেন।
এ সময় এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যসহ প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী।
এ বিষয়ে অভিযুক্ত মোহনগঞ্জের শ্যামপুর গ্রামের আতিক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের এলাকায় একটি মাছের ঘেড় (জলাশয়) আছে। প্রভাব খাটিয়ে লিটন তালুকদার ও তার লোকজন ওই ঘেড় দখল করে নেয়। এতে বাধা দেওয়ায় তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।’