ভোলায় ইন্ট্রাকো অফিস ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড
ভোলায় ঘরে ঘরে গ্যাস দেওয়ার ও সুন্দরবন ইন্ট্রাকো চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ শেষে ইন্ট্রাকো অফিস ঘেরাও কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। সমাবেশ স্থলের বাইরে যেতে পারেনি আন্দোলনকারীরা। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শহরের বাংলা স্কুল মাঠে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
ভোলায় ঘরে ঘরে গ্যাস, গ্যাসভিত্তিক শিল্প কারখানা ও দক্ষিণাঞ্চলের শিল্পায়নের স্বার্থে সুন্দরবন ইন্ট্রাকো চুক্তি বাতিলের দাবিতে এই মহাসমাবেশ করে ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটি। মহাসমাবেশে বক্তব্য দেন ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন কেন্দ্রীয় কমিটি আহ্বায়ক মো. মোবাশ্বের উল্লাহ চৌধুরী, সদস্য ডা. মণীষা চক্রবর্তী প্রমুখ। মহাসমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান।
মহা সমাবেশ শেষে আন্দোলন কমিটির নেতারা ইন্ট্রাকো অফিস ঘেড়াও করতে যাওয়ার পথে বাংলা স্কুল মাঠেই পুলিশের বাধার মুখে পড়ে। পরে তাঁরা নভেম্বর মাসের মধ্যে ইন্ট্রাকো চুক্তি বাতিল না করলে আগামী ডিসেম্বর মাসে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন।