হরতাল শুরুর আগেই কুমিল্লায় বাসে আগুন
কুমিল্লার নোয়াপাড়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে নগরীর নোয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। আজ রোববার সকাল ৬টা থেকে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকে ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনে রাস্তার পাশে পার্কিং করা ছিল পাপিয়া ট্রান্সপোর্টের একটি বাস। শনিবার দিনগত রাত ১২টার দিকে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজনকে তিনটি মোটরসাইকেলে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পরে আশপাশের লোকজন আগুন দেখে চিৎকার শুরু করলে তারা পালিয়ে যান।
কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. বজলুর রশিদ বলেন, ‘কে বা কারা আগুন লাগিয়েছে, তা জানা যায়নি। বাসটি দাঁড়িয়ে ছিল। আগুন লাগার ১০ মিনিট পর খবর পেয়েছি। এরপর ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’