নির্বাচনি সহিংসতায় আহত আ.লীগনেতার মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/01/28/mymen_pic_1.jpg)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন প্রতিপক্ষের হামলায় আহত আওয়ামী লীগনেতা আব্দুল জলিল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার (২৮ জানুয়ারি) সকালে তিনি ঢাকার সিএমএইচে মারা যান তিনি।
নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো আমিনুল ইসলাম সাহান আজ বিকেলে এই খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত আওয়ামী লীগনেতা পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের হয়ে নির্বাচন করেন। সেদিন বেলা সাড়ে ৩টার দিকে পাচরুখী ঈমাম হোসেন ভোটকেন্দ্রে স্বতন্ত্রপ্রার্থী আওয়ামী লীগের সাবেক এমপি আনোয়ারুল আবেদীন খানের সমর্থকদের হামলায় গুরুতর আহত হন তিনি। পরে প্রথমে তাঁকে নান্দাইল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়, পরে পাঠানো হয়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা সিএমএইচে পাঠানো হয়।
নিহত আব্দুল জলিল নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আব্দুল মজিদ বলেন, এ ঘটনায় নিহত আব্দুল জলিলের ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে ১৮ জনের নামে একটি মামলা করেছেন। সেই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন।