মুন্সীগঞ্জে দুই ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) উপজেলার বাসাইল ইউনিয়নে মামুন ব্রিকস ও বালুচর ইউনিয়নে স্টার গ্রিন ব্রিকসকে এই জরিমানা করা হয়।
এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা।
জানা যায়, বাসাইল ইউনিয়নে অবস্থিত মামুন ব্রিকসের মালিককে এক লাখ টাকা এবং বালুচর ইউনিয়নে অবস্থিত স্টার গ্রিন ব্রিকসের মালিককে পাঁচ লাখ টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয়।
এ সময় মামুন ব্রিকসের অবৈধভাবে দখল করা ১০০ ফুট খাস জমিও উদ্ধার করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উন্মে হাবিবা ফারজানা জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অমান্য করায় ইটভাটা দুটিকে জরিমানা করা হয়।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।