কিশোরগঞ্জে ভোটার হতে এসে ভারতীয় নারীসহ আটক ৪
কিশোরগঞ্জে ভুয়া পরিচয়ে ভোটার হতে এসে এক ভারতীয় নারী ও তার তিন সহযোগীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার (১১ মার্চ) বিকেলে জেলা সার্ভার স্টেশনে তাদেরকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ভারতীয় নারী প্রেমিকা হেমব্রম (২১) ভারতের আসাম রাজ্যের সালোমন হেমব্রমের কন্যা বলে তার কাছ থেকে উদ্ধার হওয়া ভারতীয় পাসপোর্ট সূত্রে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আজ দুপুরে জানান, আসামি পাঁচজনের বিরুদ্ধে তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
এর আগে গতকাল রাতে এ ঘটনায় আটক চারজনসহ পাঁচজনকে আসামি করে সদর উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর মো. মমিমুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার আটক হওয়া বাকি তিন আসামি হচ্ছেন সদর উপজেলার কালটিয়া গ্রামের বাসিন্দা নাছিমা ও সুজন মিয়া এবং পার্শ্ববর্তী কোদালিয়া গ্রামের বাসিন্দা হাসান মাহমুদ। রিপন মিয়া নামে অপর অভিযুক্ত দ্রুত পালিয়ে যায়।
মামলার লিখিত এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ২৭ জানুয়ারি বাংলাদেশের বৈধ ভিসা নিয়ে প্রেমিকা হেমব্রম বাংলাদেশে আসেন। পরে এজাহারে উল্লেখিত বাকি আসামিদের সহায়তায় জাল কাগজপত্র সংগ্রহ করে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র সংগ্রহের জন্য সদর উপজেলা নির্বাচন অফিসে আবেদন করেন।
মামলার বাদী মো. মমিনুল ইসলাম জানান, প্রেমিকা হেমব্রমের কাগজপত্রে ক্রুটি থাকা ও কথাবর্তায় অসঙ্গতি পাওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাদের আটক করে।