চট্টগ্রামের আনোয়ারায় কোটি টাকার খাস জমি উদ্ধার
চট্টগ্রামের আনোয়ারায় অভিযান চালিয়ে কোটি টাকার খাস জমি উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। আজ মঙ্গলবার (১২ মার্চ) সকালে উদ্ধারকৃত আনোয়ারা-বাঁশখালী সীমান্ত এলাকায় বারখাইন মৌজার ১.১২ একর খাস জমির মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা।
উদ্ধার করা এসব জমি দীর্ঘদিন দখলে রাখায় দুজনকে ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড দেওয়া দুজন হলেন- মেহরাজ ও নিজাম উদ্দীন।
আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন ও বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এই অভিযানে নেতৃত্বে দেন।
জানা যায়, আনোয়ারা বাঁশখালী সীমান্ত এলাকায় বারখাইন মৌজায় ৭/২০-২১ অধিগ্রহণ মামলা মূলে ৮৫ শতক জমি অধিগ্রহণ করা হয়। মানুষ সেটার ক্ষতিপূরণও তুলে নেয়। পরবর্তীতে রাস্তা হওয়ার পর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান বায়নানামা ও মৌখিক কেনাবেচা করে সরকারের খাস জমি দখল করে। গরু ও পশুর খামার দেয় এবং মাটি কাটে রাতের আঁধারে। পরবর্তীতে অভিযান চালিয়ে ১.১২ একর জমি উদ্ধার করে এবং ২ মামলায় ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন বলেন, খাস জমি উদ্ধার অভিযানের অংশ হিসাবে অভিযান পরিচালিত হয়। এসময় ১.১২ একর জমি উদ্ধার করা হয় এবং ২ মামলায় আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। যে কোনো সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসন তৎপর রয়েছে।