খুলনায় দেশীয় অস্ত্রসহ আটক ৩
খুলনায় একটি দেশীয় স্যুটারগানসহ তিন যুবককে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল রোববার (২৮ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার রূপসা থানাধীন পূর্ব জাবুসা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আজ সোমবার (২৯ এপ্রিল) সকালে এক সংবাদ সম্মেলনে এ সব নিশ্চিত করেন খুলনার রুপসাস্থ কোস্ট গার্ড কার্যালয়ের লে. মাহাবুব হোসেন।
মাহবুব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানার পূর্ব জাবুসা সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযানে তিনজন মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ডের তাদেরকে থামার সংকেত দেয়। কিন্তু, তারা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ডের আভিযানিক দল তাদের আটক করে।
আটক ব্যক্তিদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে একটি দেশীয় স্যুটারগান জব্দ করা হয়। জব্দ করা অস্ত্র, মোটরসাইকেল ও আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে রূপসা থানায় হস্থান্তর করা হয় বলেও জানান লে. মাহাবুব হোসেন।