কিশোরগঞ্জে ঝড়ে গাছচাপায় শিশুপুত্রসহ অন্তঃসত্ত্বা মা নিহত
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামে ঝড়-বৃষ্টির সময় গাছচাপায় শিশুপুত্রসহ অন্তঃসত্ত্বা মা নিহত হয়েছেন। গতকাল শনিবার (৪ মে) রাত ১২টার দিকে ওই গ্রামের আব্দুল কাইয়ুমের বাড়িতে গাছ ভেঙে পড়লে পাঁচ বছরের শিশু তাইজুল মারা যায়। পরে গুরুতর আহত স্ত্রী রূপতারা বেগম (৪৫) চিকিৎসাধীন অবস্থায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। নিহত রূপতারা বেগম অন্তঃসত্ত্বা ছিলেন বলে তাঁর স্বামী আব্দুল কাইয়ুম জানিয়েছেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। আজ রোববার দুপুরে মা-ছেলের মরদেহ দাফন করা হয়েছে।