পিরোজপুরে আশ্রয়কেন্দ্রে যাচ্ছে উপকূলের মানুষ
সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করেছে পিরোজপুরের নদী তীরের মানুষ। যতই সময় ঘনিয়ে আসছে ততই বাড়তে শুরু করেছে পানির উচ্চতা আর বাতাস। ফলে একপর্যায়ে আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছে তারা।
তারা সঙ্গে নিয়ে আসছে গবাদি ও গৃহপালিত পশুসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসও। তবে আশ্রয় কেন্দ্রগুলোতে যথাযথ ব্যবস্থাপনার অভাব রয়েছে বলে অভিযোগ আশ্রয়কেন্দ্রে যাওয়া মানুষের। এদিকে টগড়া বেড়িবাঁধের বেশ কিছু অংশ ভেঙে পানিতে প্লাবিত হওয়ায় ক্ষতির মধ্যে পড়েছে কয়েকশ পরিবার।
জেলা প্রশাসক জানান, আক্রান্তদের আশ্রয় দেওয়ার জন্য ২৯৫টি সাইক্লোন শেল্টার এবং ২৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ মোট ৫৬১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যেখানে তিন লক্ষাধিক মানুষ আশ্রয় নিতে পারবে। এ ছাড়া জেলা প্রশাসনের কাছে ছয় লাখ ১০ হাজার টাকা, ৬১১ টন চাল, এক হাজার ৩৫০ প্যাকেট শুকনো খাবার এবং ৯৭ ব্যান্ডেল টিন মজুদ রয়েছে।
আহতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসাসেবা দেওয়ার জন্য ৬৫টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। ঘূর্ণিঝড়ের বিষয়ে সার্বিক যোগাযোগের জন্য মোট আটটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।