বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে এনটিভি আগামীতেও সবার আস্থা ধরে রাখতে সক্ষম হবে : স্পিকার
বাণীতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এনটিভি আগামীতেও সুনামের সঙ্গে সবার আস্থা ধরে রাখতে সক্ষম হবে বলে আমি আশাবাদী।এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে তিনি একথা বলেন। স্পিকার বলেন, ‘দেশের স্বনামধন্য টেলিভিশন চ্যানেল এনটিভির ২১ বছর পূর্তি উদযাপিত হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভলগ্নে আমি চ্যানেলটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’
ড. শিরীন শারমিন চৌধুরী, ‘সংসদীয় গণতন্ত্রের চর্চায় এবং দেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অগ্রযাত্রায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণমাধ্যমকর্মীরা নৈতিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করলে গণমাধ্যম কার্যকর হয়ে ওঠে। স্বাধীন গণমাধ্যমের প্রসারের মাধ্যমেই গণতন্ত্র সুসংহত হয়।’
‘শেখ হাসিনা একজন গণমাধ্যমবান্ধব প্রধানমন্ত্রী। তিনি গণমাধ্যম কর্মী ও সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছেন’ উল্লেখ করে স্পিকার বলেন, তার (শেখ হাসিনা) সময়েই বেসরকারি খাতে টেলিভিশনের যাত্রা শুরু হয়েছে এবং বর্তমানে অনলাইন পোর্টালগুলোকে অনুমোদন দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করেছেন। তাই, আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে গণমাধ্যমকে ‘স্মার্ট গণমাধ্যম’ হিসেবে গড়ে তুলতে হবে।
স্পিকার আরও বলেন, ‘এনটিভি প্রতিষ্ঠার পর থেকেই মহান জাতীয় সংসদের বিভিন্ন সংবাদ গুরুত্বের সঙ্গে প্রচার করে আসছে। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে বিভিন্ন জনকল্যাণমুখী অনুষ্ঠান প্রচার এবং নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এনটিভি আগামীতেও সুনামের সাথে সকলের আস্থা ধরে রাখতে সক্ষম হবে বলে আমি আশাবাদী। এনটিভি বরাবরের মতো দেশ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে এদেশের সাহিত্য-সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়নে তাদের সম্প্রচার কার্যক্রমকে কাজে লাগাবেন বলে আমার প্রত্যাশা।আমি এনটিভিকে ২১ বছর পূর্ণ করে ২২ বছরে পদার্পণের এই শুভলগ্নে শুভেচ্ছা জানাই।’