এনটিভি গ্রহণযোগ্য চ্যানেলের মর্যাদায় অবস্থান করছে : আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এনটিভি উচ্চমর্যাদা সম্পন্ন ও গ্রহণযোগ্য চ্যানেলের মর্যাদায় অবস্থান করছে।
জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২১ বছর পেরিয়ে ২২ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা বার্তায় আমীর খসরু এ কথা বলেন।
এনটিভি সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এনটিভির ২১ বছর পেরিয়ে ২২ বছরে পদার্পণে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এনটিভির কলাকুশলীসহ যারা এনটিভির কার্যক্রমে সহায়তা করে দীর্ঘ সময় পার করে এনটিভিকে ভালো পর্যায়ে নিয়ে এসেছে, একটি গ্রহণযোগ্য চ্যানেলের মর্যাদা দিয়েছে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’
আমীর খসরু আরও বলেন, ‘সংবাদ এবং সংবাদের বাইরে এনটিভির যে কার্যক্রম তাতে সার্বিকভাবে উচ্চমর্যাদা সম্পন্ন একটি পর্যায়ে পৌঁছেছে।’
আগামীদিনের প্রত্যাশা তুলে ধরে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘বাংলাদেশকে মুক্ত গণতান্ত্রিক একটি রাজনৈতিক দেশ হিসেবে দেখার জন্য আমরা আশা করব, এনটিভি তার সঠিক ভূমিকা পালন করবে।’