দেশব্যাপী এনটিভির ২১ বর্ষপূর্তি উদযাপন
জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির আজ বুধবার (৩ জুলাই) ২২ বছরে পদার্পণ করেছে। ২০০৩ থেকে থেকে রুচিশীল অনুষ্ঠান, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও নিত্যনতুন নানা পরিকল্পনায় দর্শকদের মাতিয়ে তাদের হৃদয়ে স্থান করে নেয় চ্যানেলটি। নানা আয়োজনে দেশব্যাপী উদযাপিত হচ্ছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী।
এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে গাজীপুরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা
গাজীপুরে নানা আয়োজনে পালিত হয়েছে এনটিভির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী। জেলা শহরের নীলের পাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠিত হয় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, হামথ নাত প্রতিযোগিতা এবং ইংরেজি ও আরবিতে রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা।
এ প্রতিযোগিতায় মাদ্রাসা ও এতিমখানার অন্তত অর্ধশত ছাত্র অংশ নেন। আজ সকাল থেকে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে ময়মনসিংহে এতিমদের মধ্যে খাবার বিতরণ
ময়মনসিংহে এনটিভির ২২ বর্ষে পদার্পণ উপলক্ষে কেককাটা এবং এতিমদের মধ্যে খাবার ও মিষ্টি বিতরণ করা হয়েছে। আজ দুপুরে একটি এতিমখানায় এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাত আলী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দীন ইসলাম ফকরুল, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম মাহবুবুল আলম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, সাংবাদিক ইউনিয়রের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তাফা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে যাত্রা করা এনটিভি এখন একটি জনপ্রিয় প্রতিষ্ঠান। শুরু থেকেই বস্তুনিষ্ট সংবাদ প্রচার, মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশের মানুষের জন্য কথা বলে আসছে। তাঁরা এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান এ সময়।
যশোরে এনটিভি চেয়ারম্যানের সুস্থতা কামনা
যশোরে আলোচনা সভা, কেক কাটা ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে এনটিভির ২২ বছরে পদার্পণের দিনটি। আজ বেলা ১২টায় যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন।
যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন যশোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু প্রমুখ।
আলোচনা সভা শেষে এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর আশু রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে কেক কাটেন।
ফরিদপুরে এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ
এনটিভির জন্মদিনে আজ ফরিদপুরে এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চক ভবানীপুর এলাকায় নতুনের শান্তি নিবাস শিশু ও বৃদ্ধাশ্রমে ১৮ জন শিশুদের মধ্যে এই খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে এনটিভির জেলা প্রতিনিধি সঞ্জিব দাসের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল, শামিম খান, রাজীব দাস প্রমুখ।
খাবার বিতরণের আগে এনটিভির চেয়ারম্যান ও এনটিভির সার্বিক মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
মোংলায় এনটিভির অর্জিত সুনামের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার প্রত্যাশা
প্রতিষ্ঠাবার্ষিকীদে আজ মোংলায় র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, জামাল হোসেন, মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহীন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এস এম সোহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি আহসান হাবিব হাসান, সাধারণ সম্পাদক হাসান গাজী প্রমুখ।
র্যালি ও আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি আবু তাহের হাওলাদার। অতিথিরা নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও মানসম্মত অনুষ্ঠান প্রচারের মধ্য দিয়ে ভবিষ্যতেও এনটিভি তার অর্জিত সুনামের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখবে বলে প্রত্যাশার কথা জানান।
ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
এনটিভি প্রতিষ্ঠালগ্ন থেকে অত্যন্ত সুনামের সাথে দেশ ও জনগনের স্বার্থে ভূমিকা পালন করে যাচ্ছে বলে মত দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সুধীজন। এনটিভির প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে আলোচনায় তারা এই মত দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান শিশিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী শরীফ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম, এইচ মাহবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু প্রমুখ।
আলোচনা সভা শেষে এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ দোয়া করা হয়।
চাঁদপুরে বিশিষ্টজনেরা বললেন, দর্শকের আস্থা অর্জনে শতভাগ কাজ করে এনটিভি
দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২২ বছরে পদার্পণ উপলক্ষে চাঁদপুরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে বর্ণিল আয়োজনে এনটিভির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত (অতিরিক্ত পুলিশ সুপার) সুদীপ্ত রায়সহ অতিথিরা।
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌসের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন এনটিভি চাঁদপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এনটিভির প্রতিনিধি শরীফুল ইসলামকে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী, গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ মানুষ রহিম বাদশা, আল ইমরান শোভন, জেলা পুলিশের ডিআইও-১ মো. মনিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, সময় টিভির সিনিয়র রিপোর্টার ফারুক আহম্মদ, এখন টিভির স্টাফ রিপোর্টার তালহা জুবায়ের, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদ আলম, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম আতিক, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মোঃ আল আমিন ভূঁইয়া, এটিন নিউজের জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন ঢালী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক কে এম মাসুদ, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মিজানুর রহমান, ডেইলি সানের জেলা প্রতিনিধি সেলিম রেজা, বাণিজ্য প্রতিদিনের জেলা প্রতিনিধি শেখ আল মামুন, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি শাহরিয়া পলাশ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, বাংলা টিভির জেলা প্রতিনিধি রহমান রুবেল, দৈনিক চাঁদপুর প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মো. আলমগীর হোসেন পাটোয়ারী, সিনিয়র সাংবাদিক মানিক দাস, চাঁদপুর সময় পত্রিকার বার্তা সম্পাদক আশিক বিন রহিম, দৈনিক শপথের সিনিয়র স্টাফ রিপোর্টার রায়হান বাবু, সংবাদ প্রতিদিনের জেলা প্রতিনিধি শাহ আলম, সুদীপ্ত চাঁদপুর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মাইনুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজনে সার্বিক সহযোগিতা করেছেন দৈনিক চাঁদপুর প্রবাহের প্রধান নির্বাহী সম্পাদক আলহাজ ওমর পাটওয়ারী ও বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. বিল্লাল হোসাইন গাজী।
পঞ্চগড়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ
২২ বছর পদার্পণ উপলক্ষে ৩ জুলাই দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবে শোভাযাত্রা কেক কাটা গাছ বিতরণ ও আলোচনা সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব শিক্ষাবিদ প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধান উপস্থিত ছিলেন।
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর মো. লুৎফর রহমান প্রধান, পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান, জেলা উদিচির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মুকুল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, জেলা পরিষদের সদস্য ও নারী সংগঠক আখতারুন নাহার সাকি, জাসদ পঞ্চগড় জেলা কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ লাবু, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, উদ্যোক্তা আব্দুল মজিদ প্রমুখ।
দিনাজপুরে এনটিভির শুভ জন্মদিনে আলোচনা সভা
এনটিভির ২২ বছরে পদার্পণ উপলক্ষে দিনাজপুর প্রেস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ফারুক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকশি বাচ্চু, দিনাজপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সহকারি প্রকৌশলী শহিদুল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবীর দুলাল প্রমুখ।
পাবনায় এনটিভির ২২ বছরে পদার্পণ উদযাপন
আলোচনাসভা ও কেক কেটে পাবনায় দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির ২২ বছরে পদার্পণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে। ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগানকে সঙ্গে করে অল্প সময়ের মধ্যেই অনুষ্ঠানের বিষয় বৈচিত্রের মাধ্যমে আলাদা পরিচিতি পেয়েছে এই টিভি।
এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে মোমবাতি জ্বালিয়ে, কেক কেটে ও মিষ্টিমুখের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন এনটিভির পাবনাস্থ স্টাফ রিপোর্টার ও ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের সভাপতি এবি এম ফজলুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মাসুদ আলম ও পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা চেম্বারের পরিচালক রানা গ্রুপের চেয়ারম্যন রুহুল আমিন বিশ্বাস রানা ও পাবনা চেম্বার অব কমার্সের পরিচালক ও শফিক গ্রুপের চেয়ারম্যান আলহাজ মো. শফিকুল ইসলাম খান।
পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক দৈনিক বিবৃতির সম্পাদক ইয়াছিন আলী মৃধা রতন, পাবনা প্রেসক্লাবের সহসম্পাদক সরোয়ার উল্লাস, কোষাধ্যক্ষ শুশিল তরফদার, প্রেসক্লাবের সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, একুশে টিভি ও মানবজমিনের স্টাফ রির্পোটার আলহাজ রাজিউর রহমান রুমী, বীর মুক্তিযোদ্ধা প্রবীন সদস্য আ ক ম মোস্তাফিজুর রহমান চন্দন, ডেইলি অবজারভারের স্টাফ রিপোর্টার ড. নরেশ মধু, দি ডেইলি নিউ এইজ প্রতিনিধি মাহফুজ আলম, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, গাজী টিভি ও দি ঢাকা টিব্রিউনের জেলা প্রতিনিধি ইমরোজ খন্দকার বাপ্পি, দি মর্নিং টাচ পত্রিকার নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান শিপন, বৈশাখী টিভির মিজান তানজিল, আমাদের সময় প্রতিনিধি সুশান্ত সরকার, দৈনিক সিনসা'র সাহিত্য সম্পাদক ড. মনছুর আলম, মাছরাঙ্গা টিভির পাবনা জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম রিজু, দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি রবিউল রনি, দৈনিক পাবনার বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক রহমতুল্লাহ দোলন, দৈনিক সমাজ সংবাদের জেলা প্রতিনিধি আলাউদ্দিন বিন কাশেম, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি রাকিব হাসনাত, সাংবাদিক এম এ সালাম, জেলা দুর্নিতি প্রতিরোধ কমিটির সদস্য মাহবুবা কাজল, সিএনএফ টিভির চেয়ারম্যন খালেদ আহমেদ, দৈনিক বিপ্লবী সময়ের ক্যামেরাপার্সন দাউদ শেখ প্রমুখ।
কেক কেটে পিরোজপুরে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২২ বছরে পদার্পন উপলক্ষে পিরোজপুরে কেক কেটে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে আজ সকাল ১০টায় পিরোজপুর প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করে পিরোজপুর এনটিভি দর্শক ফোরাম। প্রেসক্লাব সেক্রেটারি তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ক্লাব সভাপতি অ্যাডভোকেট রেজাউল ইসলাম শামীম। স্বাগত বক্তব্য দেন এনটিভি পিরোজপুর দর্শক ফোরামের সভাপতি ডা. মাহাবুবুর রহমান আম্মার। দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বক্তব্য দেন বিশিষ্ট আইনজীবী মাহমুদ হোসেন, পিরোজপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফসিউল ইসলাম বাচ্চু, দৈনিক ইত্তেফাকের ব্যুরো চিফ মুনিরুজ্জামান নাছিম আলী, মুক্তিযোদ্ধা আতায়ে রব্বানী ফিরোজ, প্রেসক্লারে সাবেক আহ্বায়ক জিয়াউল আহসান, জগৎপ্রিয় দাস বিশু প্রমুখ।
ঝালকাঠিতে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে জনপ্রিয় চ্যানেল এনটিভির ২২তম বর্ষে পদার্পণ অনুষ্ঠিত হয়েছে। ২১ পেরিয়ে ২২ বছরে পদার্পণ করায় এনটিভিকে শুভেচ্ছা জানিয়েছেন ঝালকাঠির বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ উপলক্ষে আজ সকালে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি পৌরসভার মেয়র মো. লিয়াকত আলী তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান নারীনেত্রী ইসরাত জাহান সোনালী, দৈনিক গাউছিয়া পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার ও জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো. ছবির হোসেন।
এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কে এম সবুজের সভাপতিত্বে এবং ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি অলোক সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বক্তব্য দেন।