বর্ণিল আয়োজনে সাভারে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
বর্ণিল আয়োজনে সাভারে উদযাপিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী। দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির ২২ বছরে পদার্পণ উপলক্ষে গতকাল বুধবার (৩ জুলাই) আলোচনা সভা এবং পরে কেক কেটে উদযাপন করা হয়।
সাভার সিটিজেন ক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ।
সাভার সিটিজেন ক্লাবের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. এনামুর রহমান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ বলেন, ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগানকে ধারণ করে নিত্য-নতুন আইডিয়া নিয়ে এগিয়ে চলেছে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। এ কারণে দর্শকপ্রিয়তার শীর্ষে নিজেদের অবস্থান করে নিয়েছে চ্যানেলটি।’
বেনজির আহমেদ আরও বলেন, নান্দনিক, রুচিশীল ও ভিন্ন মাত্রার মানসম্মত নানা অনুষ্ঠানের পাশাপাশি সংবাদ সম্প্রচারে বস্তুনিষ্ঠতায় দেশের মানুষের মনজুড়ে আছে এনটিভি। তিনি এনটিভির প্রতিষ্ঠাতা, শুভানুধ্যায়ী ও কলাকুশলীদের প্রতি শুভ কামনা জানিয়ে চ্যানেলটির সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গনি, সাভার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি বিএনপিনেতা বদি উজ্জামান বদির, সাভার পৌরসভার কাউন্সিলর আব্দুর রহমান, ডারফিন আক্তার, আওয়ামী লীগনেতা মঞ্জু দেওয়ান, হরিরামপুর উপজেলার ভাইস চেয়ারম্যান বিল্লাল হোসেন, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি রিফাত উল্লাহ, সাভার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান কল্লোল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের লেডি গভর্নর ডা. দিলকুশা ও ডা. ফরিদা হক ,বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, ঢাকা জেলা (উত্তর) জেনারেল সেক্রেটারি ও ডেল্টা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মনোয়ারা মনি (পিএইচডি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির সাবেক সম্পাদক আজমল আমীন টুটুল, সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য, এনটিভির বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান, বাংলাভিশনের সাভার প্রতিনিধি নজমুল হুদা শাহীন, এটিএন বাংলার সাংবাদিক শেখ আবুল বাশার, নিউজ গার্ডেন সম্পাদক ওমর ফারুকসহ বিভিন্ন ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতারা।
পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।