কোটা সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মহাসড়ক অবরোধ

কোটা সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। ছবি : এনটিভি
কোটা সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করেছে। আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু সংলগ্ন মহাসড়কে অবস্থান নেয়।
এ সময় মহাসড়কের দুপাশে বেশ কিছু যান আটকা পড়ে। প্রায় ঘণ্টাখানেক পর ইনস্টিটিউটের শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তারা শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে ইনস্টিটিউটের মূল ফটকে নিয়ে আসেন। তখন আটকে পড়া যানগুলো চলাচলা করে। এর কিছুক্ষণ পরই শিক্ষার্থীরা আবার মহাসড়কে অবস্থান নেয়।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। একপর্যায়ে পলিটেকনিক ইনস্টিটিউটের কলেজের অধ্যক্ষ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেছেন।