রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/07/27/dmc_3.jpg)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফাইল ছবি
রাজধানীর ডেমরার সারুলিয়া বক্সনগর এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে আলম তালুকদার নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৭ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।
আলম তালুকদার পিরোজপুরের মঠবাড়িয়া থানার আজিজ তালুকদারের ছেলে। নির্মাণাধীন ভবনটিতে থাকতেন তিনি।
জানা যায়, সকালে নির্মাণাধীন ভবনটির তৃতীয় তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান আলম। সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।