নয়াপল্টন লোকারণ্য, উৎফুল্ল বিএনপির নেতাকর্মীরা
স্বৈরশাসক হাসিনা সরকারের পতনের তিন দিনের মাথা সমাবেশ করছে বিএনপি। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন দলটির নেতাকর্মীরা। তারা বিজয় উল্লাস করছেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
কার্যালয়ের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চে বিশাল আকৃতির পর্দা লাগানো হয়েছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে লন্ডন থেকে বক্তব্য দেবেন তারেক রহমান।
আজ বুধবার (৭ আগস্ট) দুপুর ২টার দিকে অনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে নেতাকর্মীরা নয়াপল্টনে আসতে শুরু করেন। দুপুর ১টায় লোকারণ্য হয়ে যায় নয়াপল্টন এবং এর আশাপাশ এলাকায়ও জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা।
তীব্র গণ-আন্দোলনের মুখে গত সোমবার (৫ আগস্ট) বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা৷ এদিন লন্ডন থেকে এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিশোধ নয়, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
এদিকে, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর আনুষ্ঠানিকভাবে দেখা করে বেগম খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।