পুলিশের ট্রমা কাটলেই সেনাসদস্যরা সেনানিবাসে ফিরে যাবে : সেনাপ্রধান
‘পুলিশ কিছু ট্রমার মধ্যে আছে। এই ট্রমা কাটিয়ে তারা সম্পূর্ণরূপে স্বাভাবিক দায়িত্ব পালন শুরু করলে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে, সেনাসদস্যরা সেনানিবাসে ফিরে যাবে’ বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে রাজশাহী সেনানিবাসে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন, ‘দেশে এখন সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে, আমরা সবাই যদি একসঙ্গে কাজ করি তাহলে দেশকে উন্নতির পথে নিয়ে যাওয়া সম্ভব।’
সরকারের সদ্য সাবেক মন্ত্রী পর্যায়ের কেউ সেনাবাহিনীর আশ্রয়ে আছে কি না, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, যদি কারো জীবন বিপন্ন হয়, ধর্ম-বর্ণ-নির্বিশেষে অবশ্যই আমরা তাদের আশ্রয় দিয়েছি। তবে তাদের কারো বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবে। আমরা অবশ্যই চাইব না বিচার বর্হির্ভুত কোনো অ্যাকশন তাদের ওপর হোক। তারা যে দলেই হোক, যে ধর্মেরই হোক।
সেনাবাহিনী বর্তমান সরকারকে সর্বোতভাবে সাহায্য করবে জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘অন্তর্বর্তীকালীন এ সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন করতে চাচ্ছে, তার জন্য সরকার যত দূর এবং যে ধরনের সহায়তা চায়, সেনাবাহিনী তা করবে।’
এ সময় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ছাড়াও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি আনিসুর রহমান, আরএমপি কমিশনার বিজয় বিপ্লব তালুকদার, র্যাব ৫-এর অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবির, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার সাইফুর রহমান উপস্থিত ছিলেন।