‘কয়েকদিন বৃষ্টিপাত না হলে নতুন এলাকা বন্যাকবলিত হওয়ার আশঙ্কা নেই’
দেশের সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। নতুন করে অন্যকোন এলাকা বন্যা কবলিত হওয়ার আশঙ্কা নেই। দেশের চলমান বন্যার পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এ তথ্য জানিয়েছেন।
সচিব বলেন, বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। ফেনি, কুমিল্লা, মৌলভীবাজারসহ বন্যাকবলিত এলাকাগুলোতে বৃষ্টি হয়নি। আগামী কয়েকদিন আর বৃষ্টিপাত না হলে নতুন করে আর কোনো এলাকা বন্যাকবিলত হওয়ার আশঙ্কা নেই।
সচিব বলেন, বন্যায় আক্রান্ত জেলার সংখ্যা ১১টি। এগুলো হচ্ছে—ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, সিলেট, লক্ষীপুর ও কক্সবাজার। এসব জেলার ৭৩ উপজেলা বন্যা প্লাবিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত ইউনিয়ন ও পৌরসভার সংখ্যা ৫৪৫টি। মোট ১০ লাখ ৪৭ হাজার ২৯ টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে, ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫২ লাখ ৯ হাজার ৭৯৮ জন।
সচিব আরও বলেন, এখন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে। আমরা ধীরে ধীরে ক্ষয়ক্ষতির বিষয়টি নিয়ে বৈঠক করব। সেখানে বন্যা পরবর্তী পুনর্বাসনের বিষয়টি আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।