লক্ষ্মীপুরে বন্যাদুর্গত মানুষের পাশে এনটিভি পরিবার
‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে এগিয়ে চলা দর্শকনন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি পরিবার বিশ্বাস করে মানুষ মানুষের জন্য। তাই বন্যাকবলিতসহ বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে এই পরিবার।
এবারও দেশের উত্তর-পূর্বঞ্চলে বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে এনটিভি পরিবার। এ মহৎ উদ্যোগের অংশ হিসেবে লক্ষ্মীপুরে বন্যাকবলিত এলাকায় দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে এনটিভি পরিবার।
আজ রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলার কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু এলাকায় বন্যাকবলিত ১৭০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে। প্রায় ৪০ দিন ধরে জলাবদ্ধতা আর বন্যার কারণে এ এলাকার মানুষের বসতবাড়ি ডুবে যাওয়ায় খাদ্যসামগ্রী না থাকায় খাদ্যাভাব দেখা দিয়েছে। এ খবর পাওয়ায় এনটিভির ত্রাণ টিম এ এলাকাগুলোতে ত্রাণ বিতরণের উদ্যোগ নেয়। জেলার এ দুর্গম এলাকায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়াতে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন পণ্য বিতরণ করেছে এনটিভি পরিবার। এই ত্রাণ সামগ্রীর প্যাকেট পেয়ে মানুষের মুখেও হাসি ফুটেছে।
ত্রাণ পাওয়া বন্যাকবলিত মানুষ জানায়, বন্যা হয়েছে মাত্র ৫-৬ দিন। এর আগে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে এ অঞ্চলে লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছে। সব মিলিয়ে ৪০ দিন তারা পানিবন্দি। এমন অবস্থায় সবার ঘরেই খাদ্যসংকট দেখা দিয়েছে। ঠিক সেই সময়ে এনটিভি পরিবার মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে।