গোপালগঞ্জে দিদার হত্যা ও দলীয় নেতাকর্মীদের আহতের প্রতিবাদে বিক্ষোভ
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত আলী দিদারকে পিটিয়ে হত্যা ও সভাপতি এসএম জিলানী, তাঁর স্ত্রী-সন্তানসহ অন্তত ৩৫ দলীয় নেতাকর্মীকে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা বিএনপি।
আজ রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে শহরের পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি জেলা শহরের বঙ্গবন্ধু সড়ক হয়ে আদালত চত্বরের খন্দকার শামস উদ্দিন আহমাদ স্মৃতি ভবনের সামনে গিয়ে শেষ হয়।
গত শুক্রবার বিএনপির গাড়ি বহরে হামলা চালানো হয়। এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে পিটিয়ে হত্যা এবং সভাপতি এস এম জিলানী, তাঁর স্ত্রী জেলা মহিলা দলের সভানেত্রী রওশন আরা রত্না, তাদের কলেজ পড়ুয়া ছেলে রাফনান আদিদ রায়ানসহ কমপক্ষে ৩৫ দলীয় নেতাকর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। এর প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা এই কর্মসূচি পালন করেন।
শামস উদ্দিন আহমাদ স্মৃতি ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিক উজ্জামান, সদস্য ডা. কে এম বাবর, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তাজ, জেলা বিএনপির সদস্য জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, সাধারণ সম্পাদক ফজলুর কবির দ্বারা, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা, সদস্য সচিব মাহমুদুল হাসান, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। এ সময় বক্তারা আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।