গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি নুরের
গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা ও বিএনপি নেতাকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সন্ত্রাসী আখ্যা দিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে তাদের গ্রেপ্তারের দাবি করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
আজ রোববার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের কার্যালয়ে আলোচনা সভায় নুরুল হক নুর এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, অথচ তাঁর দোসরেরা এখনো সক্রিয়। তারা গোপালগঞ্জে হত্যাকাণ্ড ঘটিয়েছে। সন্ত্রাসীরা সংগঠিত হয়ে সেনাবাহিনীর ওপর হামলা করেছিল। তাদের শায়েস্তা করতে না পারলে ভবিষ্যতে বড় ধরনের অঘটন ঘটাতে পারে বলেও জানান ডাকসুর সাবেক ভিপি।
নুর বলেন, অন্তর্বর্তী সরকারের সফলতার ওপর দেশের আগামীর ভবিষ্যৎ নির্ভর করছে। এই সরকার সফল হলে দেশের মানুষের জন্য ভালো হবে। আর যদি ব্যর্থ হয়, তাহলে দেশের মানুষকে ভুগতে হবে। তাই সরকারকে সফল করার জন্য সবার সহযোগিতা করতে হবে।
আগামী এক সপ্তাহের মধ্যে গোপালগঞ্জের হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আটক করার দাবি জানান নুরুল হক। তা না হলে সেখানকার প্রশাসনের কারও চাকরি থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। গোপালগঞ্জে আওয়ামী লীগকে পুনর্বাসন করে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, এরই মধ্যে সর্বত্র বিশৃঙ্খলা শুরু হয়েছে। রাষ্ট্র স্থবির হয়ে আছে। রাষ্ট্র সংস্কার করতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার।