ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উছালিয়াপাড়ার এক মোটরসাইকেলচালক বড্ডাপাড়ার এক ভ্যানচালককে মারধর করেন।
মোটরসাইকেলচালক ও ভ্যানচালকের মধ্যে মারধরের জেরে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বাড্ডাপাড়ার একটি ভ্যানের সঙ্গে উছালিয়াপাড়ার এক মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলচালক ভ্যানচালককে মারধর করলে মুহূর্তেই উভয় গ্রামের লোজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ছাড়া সেনাবাহিনীর ও বিজিবির একটি দলও ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।