শেখ হাসিনাসহ ৭৯ জনের নামে হত্যাচেষ্টা মামলা
রাজধানীর খিলগাঁও পল্লীমা স্কুলের সামনে পরিবহণ শ্রমিক সোহেল (৩৪) গুলিতে আহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৯ জনের নামে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের আদালতে এ মামলা দায়ের করেন সোহেল নামের এক ব্যক্তি। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।
নথি থেকে জানা গেছে, এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক সংসদ শামীম ওসমান, সাবের হোসেন চৌধুরী, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ।
আরজি থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে খিলগাঁও থানাধীন শহীদ বাকি সড়ক খিলগাঁও আবাসিক এলাকা পল্লীমা স্কুলের সামনে ছাত্র-জনতার আন্দোলনে যুক্ত হন মো. সোহেল। এদিন মিছিল করার সময় পল্লীমা হতে খিলগাঁও থানার দিকে যাওয়ার পথে তালতলা মার্কেটের সামনে থেকে সরকার দলীয় সমর্থকসহ পুলিশ ছাত্র-জনতার দিকে ইট পাটকেল, টিয়ার গ্যাস, রাবার বুলেট, ছররা গুলিসহ সাউন্ড গ্রেনেড চার্জ করে। এসময় পুলিশের ছররা গুলি ডান হাতে এবং কপালের লাগে সোহেলের।