শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে : মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হক বলেছেন, ফ্যাসিবাদী খুনি হাসিনা মানুষের ওপর দীর্ঘ ১৫ বছর নির্যাতন, অত্যাচার, গুম ও খুন করেছেন। শুধু গুম, খুন করেননি; প্রতিটি সেক্টরে দুর্নীতি ও লুটপাট করেছেন। খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে।
আজ রোববার (২০ অক্টোবর) বিকেলে সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নয়াপুর মাঠে খেলাফত মজলিসের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন।
খেলাফত মজলিশের মহাসচিব বলেন, এখনই আমাদের পরস্পর বিরোধের সময় আসেনি। পতিত স্বৈরাচার ভিনদেশের প্রশ্রয়ে দেশে বিশৃঙ্খলার চেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগ তাদের দলের ব্যানারে কোন কর্মসূচি পালনের চেষ্টা করলে সব দল মত মিলে তাদের বিতাড়িত করতে যা করা দরকার তাই করবেন। শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দেশ থেকে পালানোর সময় লাগেজে করে দেশের টাকা, পয়সা নিয়ে চলে গেছেন। শেখ হাসিনার তার দলের নেতাকর্মীদের প্রতি মায়া নেই, দেশের মানুষের প্রতি মায়া থাকবে কীভাবে। এই দেশের মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না। তাই যারা গুম-খুনের সাথে জড়িত তাদের এই দেশে এনে বিচার করা হবে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে মামুনুল হক বলেন, তোমাদের তওবা করা উচিত। তওবা করো আর কখনও আওয়ামী লীগের রাজনীতি করবা না। তওবা করো এই শেখ পরিবারের পেছনে আর কোনদিন নাচবে না। এরা একবার বাকশাল করে তোমাদের কলঙ্কিত করেছে, আরেকবার ২০২৪ সালে গণহত্যা চালিয়ে তোমাদের কলঙ্কিত করেছে।
মামুনুল হক বলেন, শেখ হাসিনা পঞ্চাশ বছর ধরে রাজনীতি করে। এই পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশ ও দেশের মানুষের কাছ থেকে প্রতিশোধের রাজনীতি। শেখ হাসিনা ভাবে এদেশের মানুষ তার বাবার খুনি। তার বাবার মৃত্যুর পর এদেশের মানুষ মিষ্টি খেয়ে দেশের সকল দোকান খালি করে ফেলেছে। এ জন্যেই সে প্রতিশোধ নিতে চেয়েছে।
খেলাফত মজলিশের মহাসচিব আরও বলেন, ২০২৪ সালে শেখ হাসিনা ও তার হাতুড়ি, হেলমেট লীগ যা করেছে তা বিশ্ব দেখেছে। গোটা বাংলাদেশকে তারা মৃত্যুপুরীতে রূপান্তরিত করেছে। এ হত্যাকাণ্ডের বিচারের আগ পর্যন্ত বাংলাদেশের যেখানেই আওয়ামী লীগের নাম নিয়ে কোন কর্মসূচি পালন করতে নামবে, বাংলাদেশের মানুষ তাদের মোকাবিলা করবে।
খেলাফত মজলিসের সোনারগাঁ উপজেলার সভাপতি হাফেজ আব্দুল আউয়ালের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কুরবান আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা হুসাইন আহমদ প্রমুখ।