অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দেড় লাখ টাকা জরিমানা
কুমিল্লার বিসিক শিল্পনগরী এলাকায় গুণগতমান যাচাই না করে এবং মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদনের দায়ে মেসার্স এস এস ফুড নামে একটি দোকানের স্বত্বাধিকারীকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২১ ডিসেম্বর) বিএসটিআইয়ের অভিযানে এ জরিমানা করা হয়।
বিএসটিআই সূত্রে জানা যায়, কুমিল্লা জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে কুমিল্লা নগরীর রানীরবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে বিএসটিআই হতে গুণগতমান যাচাই না করে এবং মান সনদ গ্রহণ না করে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সুইটমিট (কালোজাম, চমচম, রসমালাই) পণ্য উৎপাদন ও বিক্রির অপরাধে এবং বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের অপরাধে মেসার্স এস এস ফুডকে বিএসটিআই আইন-২০১৮ এ ৮০ হাজার এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানের সময় মেসার্স এস এস ফুডের স্বত্বাধিকারী তমাল সাহা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অপরাধ স্বীকার করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার প্রদান করেন।
অর্থদণ্ডের পর কারখানার যথাযথ সংস্কারপূর্বক মিষ্টি উৎপাদনের উপযোগী অবকাঠামো নির্মাণ করে অতিসত্বর বিএসটিআইয়ের অনুমোদন গ্রহণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল সাহাকে নির্দেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নূর আশেক, মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা ইকবাল আহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের কর্মকর্তা মো. আমিনুল ইসলাম শাকিল।