বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নরের বাসায় অভিযান, নথি ও টাকা উদ্ধার
দুর্নীতির মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরীর বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৯ জানুয়ারি) ধানমণ্ডিতে তার বাসায় মো. সাইমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে তার বাসা থেকে নগদ ১৭ লাখ ২৫ হাজার টাকা ও গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়েছে।
সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে গত ২৩ ডিসেম্বর তার বিরুদ্ধে মামলা হয়। পরে গত ১৪ জানুয়ারি পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় সংস্থাটির উপপরিচালক নাজমুল হোসাইনের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করে।