বিরল সীমান্ত থেকে এক কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ
দিনাজপুরের বিরল সীমান্ত থেকে বাংলাদেশি এক কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আবু সুফিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলার এনায়েতপুর বিওপির পিলার নং ৩২৩-এর শূন্যরেখার কাছ থেকে আল আমিন নামে এক কৃষককে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে যায়। আলামিন সে সময় কৃষি কাজ করছিলেন। তিনি দীপনগর গ্রামের আইসুদ্দিনের ছেলে।
ইতোমধ্যে দিনাজপুরের ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনের কর্নেল আহসানুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছেছেন।
পতাকা বৈঠকের মাধ্যমে কৃষক আলামিনকে ফেরত দেওয়া হবে বলে বিজিবি সূত্রে জানা গেছে।