স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের চেষ্টা, আশ্বাসে মিন্টো রোড ছাড়ল শিক্ষার্থীরা
নোয়াখালীর হাতিয়ায় গোলগুলির ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের চেষ্টা করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের উদ্দেশে বের হন শিক্ষার্থীরা।
তবে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে যেতে না পেরে শিক্ষার্থীরা রাত পৌনে ১২টার দিকে মিন্টো রোডের মাথায় বসে পড়েন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
একপর্যায়ে ঘটনাস্থলে আসেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় তিনি আন্দোলনকারীদের ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরে আন্দোলনকারীরা মিন্টো রোড ছেড়ে চলে যান।
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর যে অভিযান হয়েছিল, সেটা আবার পরিচালনা করা হবে। জনগণের জন্য হুমকিস্বরূপ যে অস্ত্রগুলো এখনও বাইরে আছে, সেগুলো উদ্ধার করার জন্য আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দ্রুত নির্দেশনা দেব। আপনারা এর দৃশ্যমান সাফল্য শিগগিরই দেখতে পাবেন।’
কোনো ফ্যাসিবাদী শক্তি জনগণের জন্য হুমকিস্বরূপ হয়ে উঠলে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলেও আশ্বস্ত করে আন্দোলনকারীদের ফিরে যাওয়ার অনুরোধ করেন আসিফ মাহমুদ।
এর আগে বৃহস্পতিবার রাতে আব্দুল হান্নান মাসউদ ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টে তিনি লেখেন, ‘আমার জন্মভূমি হাতিয়ায় সাবেক এমপি জলদস্যু মোহাম্মদ আলীর বাসা থেকে ছাত্রদের ওপর গুলিবর্ষণ করা হয়েছে। প্রশাসন আছে, কিন্তু সন্ত্রাসীদের হাতে অস্ত্রও আছে। আমার ভাইদের ওপর সন্ত্রাসীরা গুলি চালিয়েছে, আমি যাচ্ছি। হয় জন্মভূমি, নয় মৃত্যু। দোয়া করবেন।’
এর কিছুক্ষণ পরে আব্দুল হান্নান মাসউদ আরেকটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে যাচ্ছি, ওখানে অবস্থান করব রাত সাড়ে ১২টা থেকে। ওনারা ঘুমাবে, আর আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছাত্রদের ওপর গুলি করবে। যারা সঙ্গ দেবেন, আসতে পারেন।’