হবিগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণ, ২ কিশোর গ্রেপ্তার

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার (৯ মার্চ) দিনগত রাতে উপজেলার দক্ষিণ যাত্রাপাশা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযুক্তরা হলো—দক্ষিণ যাত্রাপাশার পাশের বনমথুরা এলাকার শামীম মিয়া (১৫) ও নোফায়েল মিয়া (১৭)।
জানা গেছে, মেয়েটির নানী বাদী হয়ে মামলা করেছেন। মামলায় অভিযোগ করা হয়, রোববার বিকেল ৩টার দিকে বাড়িতে খেলছিল শিশুটি। এ সময় ওই দুই কিশোর জোর করে পাশের ঝোপে নিয়ে যায় শিশুটিকে। পরে এ ঘটনা ঘটায়। ধস্তাধস্তিতে শিশুর শরীরের কয়েকটি স্থানে আঘাতপ্রাপ্ত হয়। পরে বিকেল ৪টার দিকে তার চিৎকার শোনে এলাকাবাসী। তারা গেলে ওই দুই কিশোর পালিয়ে যায়।
এদিকে ধর্ষণের শিকার শিশুটির বাবা অসুস্থ হয়ে সম্প্রতি মারা গেছেন। ভুক্তভোগীর মামা মমিন উদ্দিন জানান, শিশুটির বাবা একজন কৃষক ছিলেন। তার বয়স ৪৫। ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের কারণে তার মৃত্যু হয়।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) প্রকাশ কুমার সিংহ জানান, গ্রেপ্তার দুই কিশোর পুলিশের জিজ্ঞাসাবাদে শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।