সাবেক এমপি বাহার ও তার পরিবারের সম্পত্তি ক্রোক

কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন ও তার স্ত্রী মেহেরুন্নেছার সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে রয়েছে, ঢাকার উত্তরায় থাকা দুটি ফ্ল্যাট ক্রোক এবং তাদের চারটি ব্যাংক হিসাব।
আজ মঙ্গলবার (১১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে ২ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার ৪৭ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রাখার দায়ে দুর্নীতি দমন কমিশন কর্তৃক একটি মামলা রুজু করা হয়েছে।
আ ক ম বাহাউদ্দিন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ। কুমিল্লা পৌরসভার দুই বার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এছাড়া, তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৯ তারিখে একাদশ সংসদেও সংসদ সদস্য হন।