স্বাধীনতা দিবস ঘিরে লাভের স্বপ্ন দেখছেন ঝিনাইদহের ফুল চাষিরা

স্বাধীনতা দিবস ঘিরে ফুল পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ঝিনাইদহের ফুল চাষিরা। বিভিন্ন দিবস ঘিরে ফুলের চাহিদা বেড়ে যায় কয়েকগুণ, লাভও হয় অনেক বেশি। তাই স্বাধীনতা দিবস ঘিরে তোড়জোড় চলছে ফুলের মান ভালো রাখতে।
প্রতিবছর বসন্ত বরণ, ভালোবাসা দিবস, বাংলা ও ইংরেজি নববর্ষ, স্বাধীনতা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মতো দিনগুলোতে ফুলের অতিরিক্ত চাহিদা থাকে। আর এই চাহিদার সিংহভাগ যোগান দিয়ে থাকেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফুল চাষিরা। তাই ঝিনাইদহকে ফুলের দ্বিতীয় রাজধানী বলা হয়।
সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার মাঠগুলোতে শোভা পাচ্ছে গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, টিউলিপ, রজনিগন্ধা, গাঁদা, লিলিয়াম, জিপসি, চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন ধরনের ফুল। সদর উপজেলার গান্না ও পাইকপাড়াসহ একাধিক গ্রামের ফুল চাষিরা স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতরকে সামনে রেখে ফুল পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। মূলত জেলার ফুল চাষিরা বিভিন্ন উৎসব বা দিবসের অপেক্ষায় থাকেন। উৎসব বা দিবসে জেলা থেকে প্রায় শতকোটি টাকার ফুল বিক্রয় হয়। তবে এবার পবিত্র রমজান মাসে স্বাধীনতা দিবস হওয়ার কারণে ফুলের বাজার নিম্নমুখী হওয়ার সম্ভাবনা দেখছেন জেলার ফুল চাষিরা।
সদর উপজেলার গান্না এলাকার ফুল ব্যবসায়ী সাজিদ হোসেন বলেন, বাজারে এখন ফুলের চাহিদা খুব কম। সামনে ২৬শে মার্চ তারপর ঈদ। আশা করছি, কিছু দিনের মধ্যে ফুলের দাম বাড়বে।

কালীগঞ্জ উপজেলার কামাল হাট গ্রামের ফুল চাষি আব্দুর রহিম বলেন, ফুলের বাজার এখন অনেক খারাপ। তবে আশা করছি, ২৬ শে মার্চ ও ঈদে ভালো দাম পাবো।
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম রনি বলেন, সঠিক নিয়মে ফুল চাষ করার জন্য চাষিদের আমরা সব সময় পরামর্শ দিয়ে থাকি। আশা করছি, আবহাওয়া অনুকূলে থাকলে ফুল চাষিরা এবারও লাভবান হবেন।