অনম বিশ্বাসের হ্যাটট্রিক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/02/13/anam_biswas_ntv.jpg)
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনাট্যকার ও পরিচালক অনম বিশ্বাস টানা তৃতীয়বারের মতো ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ সিরিজের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন।
আব্দুল্লাহ আর রাফির পাঠানো গল্পে এবার অনমের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম ‘একদিন বৃষ্টিতে বিকেলে’। যেখানে অভিনয় করেছেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া ও খায়রুল বাসার। উল্লেখযোগ্য আরো একটি চরিত্রে অভিনয় করেছেন শাহেদ আলী সুজন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিং হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রসঙ্গে অনম বিশ্বাসের ভাষ্য, ‘এ নিয়ে টানা তৃতীয়বারের মতো দর্শকের পাঠানো কাছে আসার গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করছি। প্রতিবারের মত দর্শক এবারো মিষ্টি প্রেমের গল্প দেখতে পারবেন আশা করি। গল্পে দেখা যাবে উবার ড্রাইভার রনি এবং কস্টিউম ডিজাইনার শ্রুতির রোমান্টিক সম্পর্কের গল্প।’
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/02/13/149256903_5886451571380704_7636004796607262423_n.jpg 687w)
‘একদিন বৃষ্টিতে বিকেলে’ প্রসঙ্গে মুমতাহিনা চৌধুরী টয়া বলেন, ‘আমি দুই বছর পর ক্লোজআপ কাছে আসার গল্পে কাজ করলাম। বিশেষ দিবসের এই কাজটি আমার খুবই পছন্দের। এটা নিয়ে দর্শকদের মধ্যেও বাড়তি আগ্রহ থাকে। এবার অনম দাদার সঙ্গে কাজ করলাম। আশা করি অনমদা যেমনটা চেয়েছেন, তার কিছুটা হলেও করতে পেরেছি।’
খায়রুল বাসার বলেন, ‘গল্প নিয়ে বলার কিছুই নেই। আগেরবার অনম দাদার সঙ্গে কাজ করছিলাম। এবারও সেই সুযোগ পেয়েছি। আসলে একটা চরিত্রকে উনি যতভাবে বিশ্লেষণ করেন তার কিছুটা ঘটাতে পারলেও চরিত্রের একটা বিশেষ চিত্রায়ন ঘটে যায়।’
জানা গেছে, আগামীকাল ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) দেশের ১৬ টি টিভি চ্যানেলে রাত ৮টায় একযোগে প্রচার হবে ‘একদিন বৃষ্টিতে বিকেলে’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। এ ছাড়া খুব দ্রুতই দর্শকেরা ইউটিউবে উপভোগ করতে পারবেন।