অপুকে সঙ্গে নিয়ে প্রস্তুত বাপ্পী
দেবাশীষ বিশ্বাস পরিচালিত চলচ্চিত্র ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’। এই ছবির মধ্য দিয়ে অভিষেক হচ্ছে অপু বিশ্বাস-বাপ্পী চৌধুরী জুটির। অপুকে সঙ্গে নিয়ে বড়পর্দায় হাজির হতে প্রস্তুত নায়ক বাপ্পী চৌধুরী। সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে চলচ্চিত্রটি।
দেবাশীষ বিশ্বাস বলেন, ‘এর আগে শাকিব খানের সঙ্গে ৭০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস। প্রায় সব ছবিই দর্শকপ্রিয়তা পেয়েছে। এই প্রথমবার বাপ্পীর সঙ্গে জুটি বেঁধেছেন অপু বিশ্বাস। সম্প্রতি ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এখন অপুকে সঙ্গে নিয়ে পুরোপুরি প্রস্তুত বাপ্পী চৌধুরী। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে ছবিটি মুক্তির দিন নির্ধারণ করব।’
সেন্সর বোর্ডের সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘আমরা ছবিটি দেখেছি। এটি সময়োপযোগী একটি চলচ্চিত্র। হাস্যরসের মধ্য দিয়ে জীবনের গল্প বলা হয়েছে এতে। ছবিটি দেখে আমাদের ভালো লেগেছে, আশা করি ছবিটি সবাই পছন্দ করবেন।’
‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ পরিচালনার পাশাপাশি ছবির চিত্রনাট্য করেছেন দেবাশীষ বিশ্বাস। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। ছবির কাহিনি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। দেবাশীষ পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০০১ সালে। রিয়াজ-শাবনূর জুটির ওই ছবি ব্যবসাসফল হয়। তবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিটি সিক্যুয়েল না, এমনটিই জানিয়েছেন পরিচালক।
নন্দিত চলচ্চিত্রকার দিলীপ বিশ্বাসের ছেলে দেবাশীষের অভিষেক হয় ২০০১ সালে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ চলচ্চিত্র দিয়ে। এরপর বেশ লম্বা বিরতি নেন তিনি। ২০১৩ সালে নির্মাণ করেন নিজের দ্বিতীয় ছবি ‘শুভবিবাহ’। তৃতীয় ছবি হিসেবে দুই নবাগত আরিফিন শুভ ও আইরিনকে নিয়ে ‘ভালোবাসা জিন্দাবাদ’ নির্মাণ করেন। এরপর পরিচালনা করেন ‘চল পালাই’ সিনেমাটি। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন শিপন ও তমা মির্জা।