আজ থেকে এনটিভিতে নতুন ধারাবাহিক ‘মেহমান’
এনটিভিতে ‘মেহমান’ শিরোনামে নতুন ধারাবাহিক নাটকের সম্প্রচার শুরু হচ্ছে আজ সোমবার। নাটকটি প্রতি সপ্তাহে রোববার, সোমবার ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে। আহসান আলমগীরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা আল হাজেন এনটিভি অনলাইনকে বলেন, ‘গ্রামীণ প্রেক্ষাপটে একটি কমেডি নাটক এটা। আমাদের দেশ থেকে মেহমানদারি উঠে গেছে বললেই চলে। সেই গল্প আমরা দেখানোর চেষ্টা করেছি।’
নতুন এই ধারাবাহিকটিতে অভিনয় করেছেন সাজু খাদেম, আরফান আহমেদ, রওনক হাসান, তানজিকা, ফজলুর রহমান বাবু, এজাজুল ইসলাম, জয়রাজ প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, রহমান মিয়া গ্রামের সম্পদশালী মানুষ, স্বভাবে বেশ কৃপণ। তাঁর স্ত্রী শেফালী একেবারে ভিন্ন মেরুর, অনেক দিল দরিয়া মানুষ। প্রতি বেলায় তাঁর ঘরে মেহমান থাকা চাইই, চাই। এই নিয়ে স্বামী-স্ত্রীর দা-কুমড়া সম্পর্ক। কিন্তু স্ত্রী এতটাই মেজাজি, রহমান ভয়ে স্ত্রীর কথা টপকাতে পারেন না। এই দম্পতির কোনো সন্তান নাই, কাদের ও ময়নাকে তারা ছোট থেকেই লালন-পালন করছেন, তাই কাদের ও ময়না তাদের মা-বাবা ডাকে। বড় বিপদে আছে কাদের ও ময়না, বাবার পক্ষ নিলে মা রাগ করে, মায়ের পক্ষ নিলে বাবা রাগ করে। বাধ্য হয়েই কাদের ও ময়না বাবা-মায়ের সঙ্গে তাল মিলিয়ে চলে। এভাবেই চলতে থাকবে ধারাবাহিকটির গল্প।