স্বরা ভাস্কর বললেন
আমরা কারো কথা শুনি না, দোষারোপ করি

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যম এখন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে নেতিবাচকতাও কম নেই। সমসাময়িক ঘটনার ওপর মত প্রকাশ করার পর প্রায়ই অনলাইনে কটাক্ষের শিকার হন স্বরা ভাস্কর।
ভারতীয় গণমাধ্যম মিড ডের উদ্ধৃতি দিয়ে হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে জানায়, বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের অভিযোগ, অন্তর্জালে মানুষ একে অন্যকে দোষারোপ করে এবং কেউ অন্যের কথা শুনতে চায় না।
অন্তর্জালে নেতিবাচকতার মুখোমুখি হলে তা কীভাবে সামলান, এমন প্রশ্নের উত্তরে স্বরা বলেন, ‘আমি এসবের মধ্যে যাই না। জীবনে এ ধরনের বাজে জিনিসের প্রয়োজন নেই। টুইটারে যা হয়, তাতে আমি বা আমার কাজের ওপর প্রভাব পড়ে না।’
ওয়েব সিরিজ নিয়েও কথা বলেন স্বরা ভাস্কর। বলেন, ডিজিটাল কনটেন্টে কোনো সেন্সরশিপ আরোপে সমর্থন নেই তাঁর। তাঁর মত, সেন্সরশিপ নেই বলেই ওটিটি প্ল্যাটফর্ম বিশেষ ও মজার জায়গা।