আমি বাড়ব, কিন্তু বয়স বাড়বে না : ন্যান্সি
কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী-নির্মাতা অঞ্জন দত্ত গানে-গানে বলেছিলেন, ‘আমার বয়স বাড়ে, আমি বাড়ি না’। বিখ্যাত এ গানের লাইনটির যেন পূর্ণতা দিতে যাচ্ছেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। তা না হলে আজ কেন ২৩তম জন্মদিন পালন করবেন গায়িকা?
গতকাল মধ্যরাতে ন্যান্সি অন্তর্জালে নিজের জন্মদিনের কেক কাটার ছবি পোস্ট করে কারণটাও উল্লেখ করেছেন। সে কারণের বাইরে অঞ্জন দত্তের গানের লাইনকে পূর্ণতা দিতে যাচ্ছেন কি না, এমন প্রশ্ন রাখা হলো। আজ দুপুর ১২টা ৫৩ মিনিটে ন্যান্সি কিছুটা থেমে এনটিভি অনলাইনকে হেসে জানালেন, ‘আমি বাড়ব, কিন্তু বয়স বাড়বে না।’
জন্মদিনের শুভেচ্ছা জানানোর পরই ন্যান্সি বললেন, ‘একটু আগে ঘুম থেকে উঠলাম।’ জন্মদিনে এত ঘুমের কারণটাও ব্যাখ্যা করলেন ‘পৃথিবীর যত সুখ যত ভালোবাসা’ গানের শিল্পী। ব্যাখ্যাটা এমন, ‘আমার কাছে ঈদের দিন, বিশেষ দিন মানেই ছুটির দিন। যত বেশি ঘুমাও... একটু আগে ঘুম থেকে উঠলাম, চা খেলাম; আবার চা খাব... সন্ধ্যার দিকে বাচ্চাদের নিয়ে একটু বের হব।’
জন্মদিনে ভক্তদের জন্য কিছু জানাতে ভুল করেননি ‘আকাশছোঁয়া ভালোবাসা’র ন্যান্সি। এনটিভি অনলাইনের মাধ্যমে ভক্তদের বলেছেন, ‘আমি প্রায় ১৬ বছরে সবার কাছ থেকে যে সাপোর্ট পেয়েছি, বিভিন্ন সিচুয়েশনে, আমার আপস অ্যান্ড ডাউনে... অনেকে নেগেটিভ মন্তব্য করেছেন, সেগুলো আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। আর আমি একটি বড় পরিবার পেয়েছি এই মাধ্যমে কাজ করতে এসে। যেকোনো পরিস্থিতি আসলে আমি ফিল করি, আমার নিজের একটা জায়গা আছে, নিজের লোকজন আছে, এটা আমার অনেক ভালো লাগে। শেষ দিন পর্যন্ত যেন মিলেমিশে চলতে পারি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষ আমাকে... যে ন্যান্সিকে চেনে, আমি যেন এটাই থাকি। আর তারা যেন আমার প্রতি সহনীয়-নমনীয়... যে ব্যাপারটা ছিল, ওটা যেন থাকে।’
গানের ব্যস্ততা নিয়ে ন্যান্সি জানিয়েছেন, অনুপম মিউজিকের ব্যানারে কিছু পুরোনো জনপ্রিয় গান পুনরায় রেকর্ড করেছেন; টেলিভিশনের লাইভ প্রোগ্রামে অংশ নিচ্ছেন, অনলাইনে কনসার্টও করছেন।