আর্জেন্টিনার জয়ে দুলকার সালমানের উচ্ছ্বাস
কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা শিরোপা জেতায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতের মালয়ালাম ভাষার চলচ্চিত্রের সুপারস্টার দুলকার সালমান।
সামাজিক পাতায় ট্রফিতে মেসির চুম্বনের একটি ছবি প্রকাশ করে আর্জেন্টিনার জয় উদযাপন করেছেন এ অভিনেতা-কণ্ঠশিল্পী।
দীর্ঘ ২৮ বছর এই দিনটির অপেক্ষায় ছিল আর্জেন্টিনা। ভক্তরা অপেক্ষায় ছিলেন জাতীয় দলের হয়ে সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসির হাতে শিরোপা দেখার। অবশেষে সব অপেক্ষার প্রহর শেষ হয়েছে। কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে স্বপ্নের ট্রফি জিতেছে আর্জেন্টিনা।
দুলকার সালমানের সেই পোস্টের মন্তব্যঘরে উচ্ছ্বাস প্রকাশ করে ভক্তদের মধুর বাক্যবর্ষণ চলছে।
আজ রোববার ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হওয়া কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেছেন ডি মারিয়া। ২০০৪ সালে সিজার দেলগাদোর পর প্রথম আর্জেন্টাইন ফুটবলার হিসেবে কোপার ফাইনালে গোল করলেন ডি মারিয়া।
দীর্ঘ ১৪ বছর পর কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ব্রাজিল। যে মাঠে দুদলের লড়াই হয়েছে, গেল আসরে এই মাঠেই কোপার মুকুট পরেছিল ব্রাজিল।
টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে লিওনেল মেসি যে গোল্ডেন বুট ও বল জিতবেন সেটা অনুমিত ছিল। অবশেষে তা-ই হলো। কোপা আমেরিকার সর্বাধিক গোলদাতার সম্মান পেলেন মেসি। নির্বাচিত হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। জিতেছেন সোনার বুট ও বল।
এবার কাজের প্রসঙ্গে আসা যাক, প্রথম বারের মতো পুলিশের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন ভারতের মালয়ালাম ভাষার চলচ্চিত্রের সুপারস্টার দুলকার সালমান। তাঁর অভিনীত বহুল প্রতীক্ষিত কপ ড্রামা ‘স্যালুট’। এ সিনেমায় প্রথম বারের মতো নির্মাতা রোশান অ্যান্ড্রুজের সঙ্গে কাজ করেছেন দুলকার।
যদি পত্রপত্রিকার খবর বিশ্বাস করেন, তবে ‘স্যালুট’ মুক্তি পাচ্ছে এ বছরের ৯ সেপ্টেম্বর। এ সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্রমতে, নির্মাতারা চাইছেন প্রেক্ষাগৃহে মুক্তি দিতে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির কোনো পরিকল্পনা তাঁদের নেই।
এ সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন ডায়ানা পেন্টি, এর মাধ্যমে মালয়ালাম সিনেমায় অভিষেক হচ্ছে এ বলিউড অভিনেত্রীর। এতে অভিনয় করেছেন মনোজ কে জয়ন, লক্ষ্মী গোপালস্বামী, সানিয়া ইয়াপ্পান, অ্যালেসিয়ার লে লোপেজসহ অনেকে।