কবে মুক্তি পাচ্ছে দুলকার সালমানের ‘স্যালুট’?
প্রথম বারের মতো পুলিশের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন ভারতের মালয়ালাম ভাষার চলচ্চিত্রের সুপারস্টার দুলকার সালমান। তাঁর অভিনীত বহুল প্রতীক্ষিত কপ ড্রামা ‘স্যালুট’। এ সিনেমায় প্রথম বারের মতো নির্মাতা রোশান অ্যান্ড্রুজের সঙ্গে কাজ করেছেন দুলকার।
অবশ্য করোনা মহামারির দ্বিতীয় ঢেউ আসার আগেই সিনেমাটির শুট শেষ হয়েছে। তবে এখনও মুক্তি পায়নি। কবে মুক্তি পাবে দক্ষিণী এ তারকার ‘স্যালুট’, এ নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহের শেষ নেই। তাই তো মুক্তির তারিখ নিয়ে নানান গুঞ্জন ডালপালা মেলেছে।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিটের প্রতিবেদন, যদি পত্রপত্রিকার খবর বিশ্বাস করেন, তবে ‘স্যালুট’ মুক্তি পাচ্ছে এ বছরের ৯ সেপ্টেম্বর। এ সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্রমতে, নির্মাতারা চাইছেন প্রেক্ষাগৃহে মুক্তি দিতে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির কোনো পরিকল্পনা তাঁদের নেই।
যদিও চিত্রনায়ক-প্রযোজক দুলকার সালমান ও পরিচালক রোশান অ্যান্ড্রুজ এ খবরের প্রতিক্রিয়া জানাননি। যদি মুক্তির পরিকল্পনা থাকে, তবে শিগগিরই নির্মাতারা ‘স্যালুট’ মুক্তির তারিখ ঘোষণা দেবেন।
এর আগে খবর বেরিয়েছিল, সিনেমাটিতে দুলকার সালমান পুলিশ কর্মকর্তা অরবিন্দ করুণাকরণের ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমার চিত্রনাট্য লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত যুগল ববি-সঞ্জয়। টিজার বেরোনোর পর সিনেমাটি দেখার জন্য ভক্তদের আর তর সইছে না।
এ সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন ডায়ানা পেন্টি, এর মাধ্যমে মালয়ালাম সিনেমায় অভিষেক হচ্ছে এ বলিউড অভিনেত্রীর। এতে অভিনয় করেছেন মনোজ কে জয়ন, লক্ষ্মী গোপালস্বামী, সানিয়া ইয়াপ্পান, অ্যালেসিয়ার লে লোপেজসহ অনেকে।