পঁয়ত্রিশে দুলকার সালমান
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক, প্লেব্যাক সিঙ্গার ও চলচ্চিত্র প্রযোজক দুলকার সালমান। তাঁর অভিনয়গুণ আর আদুরে চেহারার কারণে লাখো নারীভক্ত তো রয়েছেই, নারী-পুরুষ নির্বিশেষে রয়েছে তাঁর প্রতি চলচ্চিত্রপ্রেমীদের সম্মান। এর কারণ, তাঁর আচরণ, কথা বলার ধরন ও আন্তরিকতা।
আজ দুলকার সালমান ৩৫ বছরে পা রাখলেন। কিছু তামিল সিনেমা করলেও মূলত তিনি মালয়ালাম ভাষার সিনেমায় কাজ করেন। দুলকার মালয়ালাম ইন্ডাস্ট্রির মেগাস্টার মামুটির ছেলে। পড়েছেন ব্যবসায় ব্যবস্থায়। ব্যবস্থাপক পদে চাকরিও করেছেন। পরে অভিনয়ে মন দেন। পেয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস (সাউথ) ও কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড।
বেরি জন অ্যাক্টিং স্টুডিয়োতে তিন মাস অভিনয়ের ওপর প্রশিক্ষণ শেষে ২০১২ সালে অ্যাকশন ড্রামা ‘সেকেন্ড শো’ দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। অভিষেকেই জিতে নেন ফিল্মফেয়ার পুরস্কার। এর পর আর পেছনে তাকাতে হয়নি। তাঁর ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি হিট সিনেমা।
২০১১ সালের ২২ ডিসেম্বর স্থপতি অমল সুফিয়াকে পারিবারিকভাবে বিয়ে করেন দুলকার সালমান। ২০১৭ সালের মে-তে এ যুগল প্রথম কন্যাসন্তানের জনক-জননী হন।
বিশেষ দিনে বিশ্বজুড়ে থাকা অগণিত ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন দুলকার সালমান।
এবার কাজের প্রসঙ্গে আসা যাক, প্রথম বারের মতো পুলিশের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন ভারতের মালয়ালাম ভাষার চলচ্চিত্রের সুপারস্টার দুলকার সালমান। তাঁর অভিনীত বহুল প্রতীক্ষিত কপ ড্রামা ‘স্যালুট’। এ সিনেমায় প্রথম বারের মতো নির্মাতা রোশান অ্যান্ড্রুজের সঙ্গে কাজ করেছেন দুলকার।
যদি পত্রপত্রিকার খবর বিশ্বাস করেন, তবে ‘স্যালুট’ মুক্তি পাচ্ছে এ বছরের ৯ সেপ্টেম্বর। এ সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্রমতে, নির্মাতারা চাইছেন প্রেক্ষাগৃহে মুক্তি দিতে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির কোনো পরিকল্পনা তাঁদের নেই।
এ সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন ডায়ানা পেন্টি, এর মাধ্যমে মালয়ালাম সিনেমায় অভিষেক হচ্ছে এ বলিউড অভিনেত্রীর। এতে অভিনয় করেছেন মনোজ কে জয়ন, লক্ষ্মী গোপালস্বামী, সানিয়া ইয়াপ্পান, অ্যালেসিয়ার লে লোপেজসহ অনেকে।