আর গাইবেন না ফেরদৌস ওয়াহিদ!
‘এমন একটা মা দে না’ বা ‘মামুনিয়া’ গানগুলো কানে এলেই মনে পড়ে কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদের কথা। চার দশকেরও বেশি সময় ধরে গান গেয়ে আসছেন এ গায়ক। দীর্ঘ সংগীতজীবনে উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় গান। সংগীতের পাশাপাশি অভিনয় ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও কাজ করেছেন। এবার গান থেকে ছুটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ বছরের পর নতুন কোনো গানে আর শোনা যাবে না দেশের খ্যাতনামা এ গায়কের কণ্ঠ।
চলতি বছরের পুরো সময়টা গানে অধিক মনোযোগ দেবেন তিনি। এ বছরেই ২২টি গান উপহার দেবেন। তারপর বিদায়ের পালা। বছরের শেষ দিন, অর্থাৎ ২০২০ সালের ৩১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সংগীতজগৎ থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেবেন।
গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) এনটিভি অনলাইনকে ফেরদৌস ওয়াহিদ জানান, ৩১ ডিসেম্বর সংগীত থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ।
‘অনেক তো হলো, আর কত! তা ছাড়া একটা সময় এসে মানুষ কাউকে সম্মান করতে চায় না। একটা বয়সের পর পরিত্যক্ত মনে করে সবাই। আমাকে ছুড়ে ফেলার আগে নিজ থেকেই সরে দাঁড়াচ্ছি,’ কণ্ঠে অভিমান মিশিয়ে কথাগুলো বলেন ফেরদৌস। তাঁর ছেলে হাবিব ওয়াহিদও এ দেশের জনপ্রিয় গায়ক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফেরদৌস ওয়াহিদ। বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই। কারণ এই দেশে একমাত্র তিনিই সিনিয়র শিল্পীদের সম্মান করেন। কোনো সমস্যা হলে তাঁর পাশে দাঁড়ান। এ ছাড়া সবখানে কেমন যেন একটা অবহেলা। আমি এই অবহেলার শিকার হতে চাই না।’
সংগীতজগৎকে বিদায়ের আগে ২২টি গান প্রকাশ করার ইচ্ছে আছে ফেরদৌস ওয়াহিদের। বলেন, ‘এখন ২২টি গান তৈরি করছি। আগামী মাস থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে গানগুলো একটি একটি করে প্রকাশ করব। গানগুলো স্টুডিও ভার্সন ভিডিওতে হাবিবের এবং আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। এর পর আর কোনো নতুন গান করব না। এই গানগুলো সবার জন্য আমরা শেষ উপহার।’
ফেরদৌস ওয়াহিদ আরও জানান, ২২টি গানের মধ্যে ১২টি নতুন এবং ১০টি পুরোনো। নতুন গানের মধ্যে রয়েছে—‘মাধুরী’, ‘রোদের বুকে’, ‘দি লায়লা’, ‘করলি পুড়িয়া ছাই’ প্রভৃতি উল্লেখযোগ্য। পুরোনো গানের মধ্যে রয়েছে—‘মামুনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘এমন একটা মা দে না’, ‘তুমি-আমি যখন একা’ উল্লেখযোগ্য।
দেখুন পুরো সাক্ষাৎকার :
নতুন প্রজন্মের শ্রোতাদের কথা চিন্তা করে বিদায়ের আগে গানগুলো প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন ফেরদৌস ওয়াহিদ। সিনেমায় গাওয়া ফেরদৌস ওয়াহিদের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে—‘আমার পৃথিবী তুমি’, ‘ওগো তুমি যে আমার কতো প্রিয়’, ‘আমি ঘর বাঁধিলাম’, ‘আমি এক পাহারাদার’।
ফেরদৌস ১৯৭০-এর দশকে তাঁর সংগীতজীবন শুরু করেছিলেন। রবীন্দ্রসংগীত শিক্ষার মধ্য দিয়ে শুরু হয় তাঁর গানের যাত্রা। পরে লোকসংগীতে তালিম নিয়েছেন আবদুল আলিমের কাছে। গান শেখা শুরু করেন ওস্তাদ মদনমোহন দাশের কাছে। ধ্রুপদি গান শেখেন ওস্তাদ ফজলুল হকের কাছে। তাঁর ছেলে হাবিব ওয়াহিদও গায়ক।