আলিয়ার হাতে দুই লাখ ৮৯ হাজার টাকার ব্যাগ
খুব সাধারণভাবে ঘর থেকে বের হলেও ফ্যাশন সেন্স নজর কাড়ে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের। দীর্ঘদিন পর আলিয়াকে মুম্বাই শহরে দেখা যায়। বন্ধুদের সঙ্গে ব্রাঞ্চ সারতে বের হন এ চিত্রনায়িকা। আর সে সময় পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন।
বলিউডের প্রভাবশালী সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি আলিয়াকে দেখা যায় বেবি পিঙ্ক সোয়েটশার্টে, যার দাম ১৮৫ ইউরো, বাংলাদেশের মুদ্রায় যা ১৮ হাজার টাকার বেশি। সেইসঙ্গে তিনি পরেছিলেন ব্ল্যাক শর্টস ও স্নিকার্স।
বি-টাউনের সবাই জানেন, আলিয়া দামি ব্যাগ পছন্দ করেন। এবার তাঁর হাতে দেখা গেল ডায়ার টোট ব্যাগ। ব্যাগে লেখা ক্রিশ্চিয়ান ডায়ার। এর দাম কত জানেন? হ্যাঁ, বেশ দামি। ব্যাগটির দাম তিন হাজার ৪০০ মার্কিন ডলার, বাংলাদেশের মুদ্রায় যা দুই লাখ ৮৯ হাজার টাকার বেশি।
এবার আলিয়া ভাটের সিনেমা প্রসঙ্গে আসা যাক, সবশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘সড়ক টু’, যা বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ। সেই আলিয়া ভাট প্রতিদিনের শুটের জন্য চাইছেন ৬০ লাখ টাকার বেশি। শুধু কি তাই, সঙ্গে দিতে হবে ব্যক্তিগত সহকারীর পারিশ্রমিক, হোটেল ও ভ্রমণ খরচ! কোন সিনেমার জন্য?
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিটের খবর, আলোচিত দক্ষিণী ‘আরআরআর’ সিনেমার জন্য এমন পারিশ্রমিক দাবি করেছেন তরুণ এই অভিনেত্রী। সংবাদমাধ্যমটির দাবি, ‘আরআরআর’ সিনেমার জন্য দর কষাকষি করে প্রতিদিনের শুটের জন্য আলিয়াকে ৫০ লাখ রুপি দিতে রাজি হয়েছেন নির্মাণ-সংশ্লিষ্টরা, যা বাংলাদেশি মুদ্রায় ৬০ লাখ টাকার বেশি। আলিয়াকে শুটিং করতে হবে ১০-১২ দিন, সেই হিসাবে পুরো সিনেমার জন্য আলিয়া পাবেন প্রায় পাঁচ কোটি রুপির বেশি।
তবে এখানেই শেষ নয়, নিজের ব্যক্তিগত কর্মীর পারিশ্রমিকও দিতে হবে আলিয়াকে। সেটা প্রতিদিন এক লাখ রুপি; মানে তাঁকে দিতে হবে মোট ১২ লাখ রুপি। এ ছাড়া এই সিনেমার শুটের জন্য হোটেল এবং ভ্রমণ খরচও নির্বাহ করতে হবে সিনেমার টিমকে।
অ্যাকশনধর্মী ‘আরআরআর’ সিনেমাটি রচনা ও পরিচালনা করছেন এস এস রাজমৌলি। সিনেমাটিতে দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণের নায়িকা হবেন আলিয়া ভাট। এ ছাড়া এই সিনেমায় দেখা মিলবে জুনিয়র এনটিআর ও অজয় দেবগনের।