আসছে ‘আয়নাবাজি’র সিক্যুয়াল, চলছে শুটিং

আয়না, হৃদি ও ক্রাইম রিপোর্টার সাবের আবারও আসছে পর্দায়। এবার তাদের নিয়ে নতুন সিক্যুয়াল নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক। হ্যাঁ, অমিতাভ রেজা পরিচালিত সাড়াজাগানো চলচ্চিত্র ‘আয়নাবাজি’র সিক্যুয়াল হচ্ছে। তবে সিনেমা নয়, এবার ওয়েব সিরিজ হয়ে আসছে। করোনার মধ্যেই শুরু হয়েছে শুটিং।
বিষয়টি নিয়ে নির্মাতা অমিতাভ রেজা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘আবার আয়নাবাজি। আবার আয়না, হৃদি এবং ক্রাইম রিপোর্টার সাবের। সাড়ে তিন বছর পর আবার একসঙ্গে হয়েছি আমরা; নিজ নিজ ঘরে বসে। বিশ্বব্যাপী কোভিড-১৯ জনিত মহামারির এই কালে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত; থমথমে। এর মধ্যেই আমাদের এই এক হওয়াটা হয়তো একটু সুবাতাস। সবাই মিলে ভালো থাকার সামান্য চেষ্টা। ঘরবন্দি থেকেও সকলে সবার পাশে থাকা। সীমিত সামর্থ্যগুলো পাশাপাশি জোড়া লাগালেই আমরা হয়তো একটা ইতিবাচক পরিবর্তনের দিকে যেতে পারব। আমাদের আয়নাগুলো সচেতনতার আয়না হয়ে উঠুক। সাড়ে তিন বছর পর আয়নাবাজির এই পুনর্মিলনীর জন্য চঞ্চল চৌধুরী, নাবিলা ও পার্থ বড়ুয়াকে অনেক অনেক ধন্যবাদ।’
জানা গেছে, এই লকডাউনের মধ্যেই শুরু হয়েছে ‘আয়নাবাজি’ ওয়েব সিরিজের শুটিং। প্রাথমিকভাবে তিন পর্বের কাজ শুরু করেছে ‘আয়নাবাজি’ টিম, যা পরে আরো বাড়তে পারে।
লকডাউনের মধ্যে কীভাবে শুটিং চলছে, এমন প্রশ্নের জবাবে অমিতাভ রেজা বলেন, ‘আমরা সবাই ঘরে বসে শুটিং করছি। শিল্পীরাও নিজেদের ঘরে বসে এর শুটিংয়ে অংশ নিচ্ছে। টিজার প্রকাশের মাধ্যমে শিগগিরই চমক দেখাব।’
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে নির্মিত হচ্ছে ‘আয়নাবাজি’র এই নতুন আয়োজন। আয়োজনে সহযোগিতা করছে অস্ট্রেলিয়া সরকার। মানুষকে সচেতন ও সাহস জোগানোর পরিকল্পনা থেকে এই ওয়েব সিরিজ তৈরির উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্টরা।
‘আয়নাবাজি’ ২০১৬ সালে মুক্তি পায়। দেশব্যাপী বিপুল দর্শকপ্রিয়তা পায় চলচ্চিত্রটি। ছবিটি পরিচালনা করেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। প্রযোজনা করে কনটেন্ট ম্যাটারস লিমিটেড। ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন গাউসুল আলম শাওন ও অনম বিশ্বাস। এই চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা ও পার্থ বড়ুয়া।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের বদলে ভাড়ায় জেলখাটা আয়না, তার বান্ধবী হৃদি ও ক্রাইম রিপোর্টার সাবেরের জীবনের প্রেম-আনন্দ-বেদনা নিয়ে অপরাধ জগতের ছায়ায় এগিয়েছে চলচ্চিত্রটির কাহিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬-তে সাতটি বিভাগে পুরস্কার পায় এই চলচ্চিত্র।