ইভটিজিং ও অসম্মানজনক মন্তব্যের শিকার অরুণা বিশ্বাস
জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস কুরুচিপূর্ণ মন্তব্য অসম্মান করার অভিযোগ তুলেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির দফতর ও প্রচার সম্পাদক আরমান ও সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিকের বিরুদ্ধে। শুক্রবার শিল্পী সমিতিতে এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন এই অভিনেত্রী।
অভিযোগপত্রে অরুণা বিশ্বাস উল্লেখ করেন, ‘আমি গত ২/৩/২৩ রোববার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় উপস্থিত হই। সভা শেষ হওয়ার প্রাক্কালে সমিতির দফতর ও প্রচার সম্পাদক আরমান আমার শরীর নিয়ে কুরুচিপূর্ণ ও অসম্মানজনক মন্তব্য করে। একজন সিনিয়র শিল্পী হিসেবে আমি অপমানিত ও অসম্মানিত বোধ করছি। একজন দফতর ও প্রচার সম্পাদকের নিকট এইরূপ ব্যবহার আশা করি না। আরমান যা করেছেন তা ইভটিজিংয়ের শামিল।’
অভিযোগপত্রে আরও উল্লেখ করেন, ‘আমি যখন মিটিংয়ে প্রবেশ করি তখন সাইমন সাদিক, সহ-সাধারণ সম্পাদক আমাকে অসম্মান/অপমানজনক মন্তব্য করে, যা একজন সিনিয়র শিল্পী হিসেবে জুনিয়র শিল্পীর নিকট থেকে কাম্য নয়। এমন যদি পরিস্থিতি তৈরি তাহলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় উপস্থিত হওয়াই অসম্ভব হয়ে পরবে এবং সিনিয়র শিল্পীরা সভায় সমিতিতে প্রবেশ করতে বিব্রতবোধ করবে।’
অভিযোগের বিষয়ে সাইমন সাদিক বলেন, ‘দিদি আমার কাছে সব সময়ই সন্মানের ও শ্রদ্ধার। আজ সকালেও তার সঙ্গে হলো। আমি ওনাকে বললাম, আপনি তো আমার কাছে সন্মনের। আমি তো কখনোই আপনাকে অসন্মান করে কথা বলিনি। যদি কোনো কারণে আপনি আমার উপর রাগ থাকে তাহলে আমি দুঃখিত।’
আর অভিযুক্ত আরমান বলেন, ‘আমার সঙ্গে অরুণা দিদির পরিচয় অনেক দিনের। সেই সম্পর্ক হিসেবেই মজা করে বলেছিলাম, আপনি মোটা হয়ে গিয়েছেন। ভাত কম খাবেন। রুটি খেতে পারেন না। এই কথায় তিনি মাইন্ড করবেন ভাবলে বলতাম না। আমি আসলে তাঁকে দুঃখ দেওয়ার জন্য কিছু বলিনি। তিনি নিজেও আমার সঙ্গে মজা করেন। আমি কিছু মনে করি না।’
গত ২ এপ্রিল এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়।