এত কম অজয়ের জীবনে প্রথম, টাইগারেরও
এই শুক্রবার বলিউডে দুই মেগা এন্টারটেইনার মুক্তি পেয়েছে। কিন্তু বক্স অফিসে দুই সিনেমাই বড় অঙ্কের অর্থ সংগ্রহে ব্যর্থ হয়েছে।
বক্স অফিস ইন্ডিয়ার বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবর, গতকাল (২৯ এপ্রিল) মুক্তি পেয়েছে অজয় দেবগন, অমিতাভ বচ্চন ও রাকুল প্রীত সিং অভিনীত ‘রানওয়ে ৩৪’ এবং টাইগার শ্রফ-তারা সুতারিয়া অভিনীত ‘হিরোপন্তি টু’।
বাণিজ্য পূর্বাভাস বলছে, দুই সিনেমাই বক্স অফিসে ব্যর্থ হয়েছে। ‘হিরোপন্তি টু’ মুক্তির দিন সংগ্রহ করেছে প্রায় সাত কোটি রুপি (নেট)। অন্যদিকে, ‘রানওয়ে ৩৪’ সংগ্রহ করেছে ৩.২৫ কোটি রুপি মতো (নেট), যা সংখ্যার বিচারে অজয় দেবগন ও টাইগার শ্রফের মুক্তিপ্রাপ্ত সিনেমার ইতিহাসে প্রথম দিনের রেকর্ডে সবচেয়ে কম।
ঈদের ছুটিতে এই দুই সিনেমা কেমন সংগ্রহ করে, সেটি দেখার অপেক্ষায় বাণিজ্য বিশ্লেষকেরা।
তবে কন্নড় সুপারস্টার অভিনীত ‘কেজিএফ টু’ এখনও বক্স অফিসে শাসন জারি রেখেছে। একের পর এক রেকর্ড ভাঙছে সিনেমাটি। এ সিনেমার হিন্দি সংস্করণ সংগ্রহ করেছে ৩৫৩ কোটি রুপি। হাজার কোটির পথে এ সিনেমা।
‘হিরোপন্তি টু’ সিনেমা পরিচালনা করেছেন আহমেদ খান। টাইগার শ্রফের নায়িকা তারা সুতারিয়া। অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকিও।
অন্যদিকে, ‘রানওয়ে ৩৪’ পরিচালনা করেছেন অজয় দেবগন নিজে। এ সিনেমায় অজয়-অমিতাভ-রাকুল ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বোমান ইরানি ও অঙ্গীরা ধর।