এনটিভিতে ড্রামা সিরিজ ‘ফ্যামিলি ফ্রেন্ডস’ আসছে ফেব্রুয়ারিতে
পারিবারিক কমেডি গল্পে নির্মিত ‘ফ্যামিলি ফ্রেন্ডস’ শিরোনামে ড্রামা সিরিজ এনটিভি ও এনটিভি অনলাইনে প্রচারে আসছে ১ ফেব্রুয়ারি থেকে। এটি এনটিভি অনলাইনের চতুর্থ নির্মাণ।
২৬ পর্বের ড্রামা সিরিজটি প্রতি সপ্তাহের মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে। পরবর্তী সময়ে দেখা যাবে ‘এনটিভি নাটক’ ইউটিউব চ্যানেলে।
মেজবাহ উদ্দীন সুমনের রচনায় ড্রামা সিরিজটি পরিচালনা করেছেন হাবীব শাকিল। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান, নাদিয়া আফরিন মীম, মিলি বাশার, রাশেদ মামুন অপু, প্রিয়ন্তী উর্বি, জীবন রায়, তনয় বিশ্বাস, আইনুন পুতুল প্রমুখ।
সিরিজটির গল্পে দেখা যাবে—এ যুগের মেয়ে সোনিয়া সদা হাস্যোজ্জ্বল। সোনিয়ার তিন বন্ধু আছে—সাদিয়া, সাজ্জাদ ও শুভ। এর মধ্যে সাজ্জাদ আবার সোনিয়ার বেয়াই, মানে তার ভাবি শিউলির ভাই। সোনিয়ার পরিবারে আছে তার বাবা, মা, ভাই ফয়সাল, ভাবি শিউলি ও ভাতিজি। তারা থাকে উত্তরার একটি বাড়িতে। এই বাড়িতেই পুরো পরিবার নিয়ে থাকেন জনাব শরিফুল ইসলাম, মানে তার বাবা। সোনিয়া বন্ধু এবং পরিবারের মধ্যমণি। নিউক্লিয়াস হচ্ছে সোনিয়া আর পুরো পরিবার আর বন্ধুরা হচ্ছে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। তাদের মধ্যে ঘটে যাওয়া নানা গল্প নিয়েই নাটকের গল্প এগোতে থাকে। কখনও তা হয় মজার, কখনও তা হয় সিরিয়াস, আবার কখনও হয় দুঃখের।
ড্রামা সিরিজটি প্রসঙ্গে নির্মাতা হাবিব শাকিল বলেন, ‘পারিবারিক কমেডি গল্প; দর্শক বেশ উপভোগ করবেন বলে আশা করি। এই ধরনের গল্পে আমি প্রথম নির্মাণ করলাম।’