কোটি দর্শকের মন জয় করেছে ঈদ নাটক ‘গ্রামের ভাইরাল বউ’
চমৎকার দৃশ্যায়ন, চিত্রায়ণ এবং অভিনেতা ও অভিনেত্রীদের চমকপ্রদ অভিনয় ইতোমধ্যে কোটি দর্শকদের মন জয় করেছে এনটিভির বিশেষ ঈদ নাটক ‘গ্রামের ভাইরাল বউ’। অল্প সময়ে এক কোটি ভিউ অতিক্রম করলো মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি অভিনীত নাটকটি।
এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে দর্শকরা বেশ প্রশংসা করছেন। মো. আমির হোসেন নামে এক দর্শক মন্তব্য করেছেন, ‘মোশাররফ করিমের নাটক মানে ভালো কিছু উপহার দেওয়া।’ এস মন্ডল নামে আরেক দর্শক মন্তব্য করেন,‘অতুলনীয় একটা নাটক যেখানে সমাজের বাস্তব কঠিন চিত্র তুলে ধরা হয়েছে!’
নাটকটি দেখে মুন্নি আক্তার তার মন্তব্যে লিখেছেন, ‘এই নাটকটিকে হাজারো মেয়ের বাস্তব জীবনের চিত্র তুলে ধরা হয়েছে।’ নাটকটি দেখে অপর দর্শক শাওন শেখ মন্তব্য করেন, ‘নাটকটি দেখে অনেক কিছু শেখার আছে। যাই হোক অনেক ভালো লাগলো নাটকটা দেখে।’
এদিকে নাটকটি প্রসঙ্গে মো. রাকিবুর রহমান তার মন্তব্যে লেখেন, ‘নাটকে প্রথমে মেয়েটার উপর নির্যাতন করাই খারাপ লেগেছিল, কিন্তু পরবর্তীতে মোশাররফ ভাই নিজের ভুল বুঝতে পেরে ভালো হয়ে স্ত্রীকে শ্রদ্ধা করে এবং ভালোবাসে। এটা খুবই ভালো লাগে।’
মোশাররফ করিমের প্রসংশা করে সোহেল শিকদার নামে আরেক দর্শক মন্তব্য করেন, ‘মোশাররফ করিম মানেই বিনোদন হাসির নাটক অসাধারণ লাগলো অনেক হাসলাম নাটকটি দেখে।’
ফারহানা আক্তার সিমি নামে অপর এক দর্শক তার মন্তব্যে লেখেন, ‘নাটকটা দেখে মনে হলো আমি আমাকে দেখতে পাচ্ছি। কিছু কিছু নাটক জীবনের সত্যি কাহিনি তুলে ধরে।’ তবে কিছু দর্শক নাটকটির গঠনমূলক সমালোচনাও করেছেন।
আল আমিন স্বপনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, হান্নান শেলী ও শেলী আহসান অভিনীত এই নাটকে দর্শক অভিনয়েও প্রশংসা করছেন।
নাটকটি দেখতে এই লিংকে ক্লিক করুন এবং এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে ভিজিট করতে এই লিংকে ক্লিক করুন।