এনটিভির বিশেষ নাটক ‘বিউটি বোর্ডিং ১৯৭১’
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে আগামীকাল শুক্রবার রাত সাড়ে ১১টায় প্রচার হবে বিশেষ নাটক ‘বিউটি বোর্ডিং ১৯৭১’।
মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, রামিজ রাজু, নিশাত প্রিয়ম, এস এম মহসিন, সুজাত শিমুল, শহীদুলাহ সবুজ, টুটুল চৌধুরী প্রমুখ।
নাটকের গল্প এমন—কোনো এক রাতে বিউটি বোর্ডিংয়ে হাজির হন বৃদ্ধ সোবহান আলী। এই তো সেই বিউটি বোর্ডিং, ষাট বছর আগে যেমন দেখেছিলেন, তেমনই আছে। সোবহানের চোখে ধীরে ধীরে দর্শক পৌঁছে যাবেন সেই ষাট দশকের বিউটি বোর্ডিংয়ে। বিউটি বোর্ডিংয়ের লনে বেশ আড্ডা জমেছে। সেখানে আছেন কবি শামসুর রাহমান, আব্দুল জব্বার, সমরজিৎ রায় চৌধুরী, শিল্পী কাইয়ুম, দেবদাস চক্রবর্তী, বিউটি বোর্ডিংয়ের প্রহ্লাদ চন্দ্র সাহা, নির্মল রায়, চিত্রশিল্পী হারাধন বর্মণ, বিহারী সামাদ মিয়াসহ আরও অনেকে। কবি শামসুর রাহমান কবিতা পড়ছেন। আর সবাই হেসে গড়িয়ে পড়ছেন।
এদিকে, দেশের পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হতে থাকে। উত্তপ্ত হতে থাকে সব। প্রতিবাদের ঝড় উঠছে পাকিস্তানি সরকারের বিরুদ্ধে। আর সবাইকে উদ্ধুদ্ধ করতে থাকেন প্রহ্লাদ সাহা। এর মধ্যে এসে যায় ৭ মার্চ। দলবেঁধে বিউটি বোর্ডিং থেকে সবাইকে নিয়ে যান সাহাবাবু। পঁচিশে মার্চের রাতে ঘরে ফিরতে না ফিরতেই শুরু হয় নারকীয় হামলা। পুরো দলটাকে ধরে নিয়ে যেতে দেখেন ফটোগ্রাফার বিজন সরকার। এরপর কী হয়, তা জানতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।