এফডিসিতে কলাকুশলীদের খসরুর ঈদ উপহার
করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে যানবাহন বা অফিস সীমিত আকারে চালু হলেও বন্ধ রয়েছে সিনেমা হল। সিনেমার শুটিং করার অনুমতি দেওয়া হলেও তেমন একটা শুট চোখে পড়ছে না। এতে বিপাকে পড়েছেন চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীরা।
গতকাল সোমবার এফডিসিতে চার শতাধিক কলাকুশলীর মধ্যে ঈদ উপহার দেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। সমিতির পক্ষ থেকে এসব উপহার দিয়েছেন বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন তিনি।
খসরু বলেন, ‘সমিতির সভাপতি হিসেবে কলাকুশলীদের প্রতি আমার দায় রয়েছে। যে কারণে ব্যক্তিগত অর্থ দিয়ে চার শতাধিক কলাকুশলীর মধ্যে আমরা ঈদ উপহার দিয়েছি। এ উপহার আমি দিয়েছি সমিতির পক্ষ থেকে।’
খসরু আরো বলেন, ‘যেহেতু এখনো পুরোদমে শুটিং শুরু হয়নি, তাই আমাদের কলাকুশলীদের সমস্যা এখনো রয়ে গেছে। আমরা চাইছি, তারা যেন পরিবার নিয়ে ঈদ পালন করতে পারে। আমরা সবাইকে দুই কেজি পোলাওয়ের চাল, তিন প্যাকেট করে সেমাই, ঘি, দুধ, পেঁয়াজ, ডাল, তেল, চিনি দিয়েছি আর সঙ্গে কিছু নগদ অর্থ দিয়েছি, যেন ঈদের দিন তারা অন্তত একটি করে মুরগি কিনে খেতে পারে। আমরা যে পরিমাণ খাবার দিয়েছি, তাতে ১০-১২ জনের একটি পরিবার ঈদের সময় খেতে পারবে।’
এ নিয়ে প্রডাকশন বয় মিলন মিয়া বলেন, ‘গত রোজার ঈদে অনেকেই আমাদের চাল-ডাল দিয়ে সহযোগিতা করেছেন। তবে ঈদের পর থেকে কেউ আর আমাদের খবর রাখেননি। প্রযোজক সমিতি ও খসরু ভাইয়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা। কারণ এফডিসির বাইরে গিয়ে হাত পাতা আমাদের পক্ষে সম্ভব নয়।’